একরত্তি শিশুর প্রাণ বাঁচাতে মধ্যরাতে ঝাঁপিয়ে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার টিম, জানুন বিস্তারিত

banner

#কলকাতা:

ঘটনাটি গল্পের মতো শুনতে লাগলেও এককথায় তা সত্যি। এ ঘটনা কোন গল্পের প্লটের থেকেই কম নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ দল তিন দিনের একরত্তি সদ্যোজাতকে বাঁচাতে রাতারাতি নেমে পড়লেন ময়দানে। এই ঘটনাটি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন একরত্তির। যেনো এই ঘটনাটি এক লহমায় এক করে দিল সকলকে।
ঘটনা সূত্রে জানা গেছে, নদীয়ার মহাদেবপুরের এক বাসিন্দা পূজা দেবনাথ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনদিন পূর্বেই জন্ম দিয়েছিলেন এক সদ্যজাতকে। কিন্তু, জন্মের
পরই চিকিৎসকদের থেকে জানা গেছে, শিশুটির হৃদযন্ত্রে রয়েছে একটি বৃহৎ সমস্যা। বসাতে হবে চারটি সেন্ট। শিশুটির বাবা মা একেবারেই ভেঙে পড়েছেন খরচের বহর শুনে। এমনকি এসএসকে হাসপাতালেও যোগাযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। সেখানেও কোন প্রকার সুবিধা না পেয়ে অবশেষে পরিবারের সদস্যরা তাদের টলিউডের পরিচিত এক এডিটর অনির্বাণ মাইতির সঙ্গে যোগাযোগ করেন। তিনিও রাতারাতি শিশুটির প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু একান্তভাবেই বিভিন্ন খোঁজ খবর করেও কোনোপ্রকার সুরাহা না পাওয়ায় সেই ব্যক্তি নিজের ফেসবুক ওয়ালে এই ঘটনাটি পুরোপুরি ভাবে সকলকে জানান এবং সকলের কাছে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানায়। সঙ্গে ফেসবুকে পোস্ট করে শিশুটির ছবিও।
অনির্বাণ মাইতি জানিয়েছেন, তার ফেসবুকে পোস্টটি করার পরই তাদের সঙ্গে যোগাযোগ হয় তৃণমূল যুব কংগ্রেসের একজন সাধারণ সম্পাদকদক দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। তারপরে শিশুটির সমস্ত নথিভূক্ত নিয়ে অনির্বাণ বাবুকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, সবাই মিলে শিশুটিকে সুস্থ করে তুলবেন।
তারপর দেবাংশুর সঙ্গে সাংবাদিকদের যোগাযোগ হলে তিনি জানান,  গভীর রাতে শিশুটির সম্বন্ধে বিস্তারিত জানার পর তিনি যোগাযোগ করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি মাত্র ১০ মিনিটের মধ্যেই শিশুদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন এবং নিজেই সেই শিশুটিকে সুস্থ করার সম্পূর্ণ উদ্যোগ নেন। খবর সূত্রে জানা গেছে, তার টিমের সমস্ত সদস্যদের নির্দেশ দেওয়ার পর মাত্র ৩০ মিনিটের মধ্যেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে মুকুন্দপুর এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। সাংবাদিকদের দেবাংশু জানান, একরত্তি শিশুটির চিকিৎসা সমস্ত ব্যবস্থাই করেছেন অভিষেকের টিম।
জানা গেছে, চিকিৎসকরা ইতিমধ্যেই শিশুটি জটিল সমস্যা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সকলেই এখন শিশুটির দ্রুত আরোগ্য কামনা করছেন এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পুরো দলকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা।

Journalist Name : Sutapa Dey Sarkar

Tags:

Related News