Flash News
    No Flash News Today..!!
Monday, December 15, 2025

মহাকুম্ভের মোনালিসা সিনেমা পর্দার নায়িকা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

কথায় বলে, "কার কখন ভাগ্য বদলায়, তা কেউ বলতে পারে না।" সম্প্রতি মহাকুম্ভ মেলায় মোনালিসার ভাগ্যের হঠাৎ পরিবর্তন যেন এই প্রবাদকেই সত্য প্রমাণিত করেছে। প্রথমে শুধুমাত্র পুঁতির মালা বিক্রি করতে মেলায় আসে মোনালিসা, কোনো এক নেটপ্রভাবীর ক্যামেরায় বন্দি হওয়ার পর রাতারাতি হয়ে উঠেছেন ভাইরাল। মেলায় তার উপস্থিতি ছাপিয়ে, সে মুহূর্তেই তিনি মহাকুম্ভের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন।  

বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছাবা! পেরলো ১৪০ কোটি

উলেখ্য, এবার তার জীবনের নতুন দিগন্তের শুরু, যখন তিনি অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যও ডাক পাচ্ছেন তিনি। সম্প্রতি কোঝিকোড় গিয়েছিলেন মোনালিসা। প্রথমবার বিমানে চড়ার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। বিমানের উদ্দেশ্যে যাত্রা করার আগে বিমানবন্দরে তাকে দেখা গিয়েছিল সবুজ সালোয়ার, খোলা চুল, এবং চোখে রোদচশমায়। তার এই পোশাকের শৈলী সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। তবে, এই মুহূর্তে যা সবচেয়ে হৃদয়স্পর্শী ছিল, তা হলো তার বাবা-মায়ের সঙ্গে শেষ মুহূর্তের দেখা। বিমান ওঠার আগে মোনালিসা তার বাবাকে জড়িয়ে ধরেন এবং চোখে জল নিয়ে এক আবেগঘন মুহূর্ত কাটান। 


প্রসঙ্গত, মোনালিসার জীবন এখন শুধুই বিমান সফর বা সোশ্যাল মিডিয়ার আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। পরিচালক সনোজ মিশ্রের সাথে তার অভিনয়ের নতুন যাত্রা শুরু হতে চলেছে। ইতিমধ্যেই তিনি "দ্য মণিপুর ডায়েরি" ছবির জন্য অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সনোজ মিশ্র, যিনি মোনালিসার বাড়ি গিয়ে এই প্রস্তাবটি দিয়েছিলেন, জানিয়েছেন, মোনালিসার পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাকে অভিনয় শিক্ষাও দেবেন। সনোজ মিশ্র এই ছবি সম্পর্কে তার সামাজিক মাধ্যমেও ভাগ করেছেন তথ্য। মোনালিসার জীবন হয়তো বদলে গেছে, কিন্তু তার পেছনে রয়েছে দীর্ঘ পথচলা ও সঠিক দিকনির্দেশনা। সনোজ মিশ্রের শীঘ্রই শুরু হতে যাওয়া শুটিংয়ের মাধ্যমে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে চলেছে তার জন্য। তবে, মোনালিসা বা তার পরিবার এই বিষয়ে খুব বেশি কিছু জানাতে চায়নি। তাদের সিদ্ধান্তের প্রতি একরকম সম্মান দেখানো হয়েছে পরিচালকের পক্ষ থেকে। মোনালিসার এই নতুন যাত্রা শুধুমাত্র তার নিজের জন্য নয়, বরং অনেকের জন্য একটি প্রেরণা হয়ে উঠবে, যারা কখনোই ভাবেননি যে তাদের জীবনে একদিন এমন পরিবর্তন আসবে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News