Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

প্রায় ৬০ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকতে পারে

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

কলকাতা মেট্রোর গ্রিন লাইনে আগামী ৮ ও ৯ মার্চ শনিবার ও রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। মেট্রো রেল কর্তৃপক্ষ মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই কাজের জন্য সপ্তাহান্তে গ্রিন লাইনে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হবে।  এছাড়াও, ৭ মার্চ শুক্রবার সন্ধ্যা এবং ১০ মার্চ সোমবার সকালেও আংশিক প্রভাব পড়তে চলেছে গ্রিন লাইনের পরিষেবায়। ৭ মার্চ, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হতে চলা **কমিউনিকেশন বেসড্ ট্রেন কন্ট্রোল (CBTC) সিস্টেম** কাজের জন্য, গ্রিন লাইনে কয়েকটি ট্রেনের সময়সূচীতে পরিবর্তন ঘটবে। 


৭ মার্চ, শুক্রবার:  শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৩ মিনিটে, যা সাধারণত রাত ৯টা ৩৫ মিনিটে ছাড়ে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে, যা সাধারণত রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে।  এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭টায় ছাড়বে।  

১০ মার্চ, সোমবার: সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের প্রথম মেট্রো সকাল ৭টা ৫ মিনিটের পরিবর্তে ৮টা ৫ মিনিটে ছাড়বে।  শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে ৮টা ১৫ মিনিটে ছাড়বে।  এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের প্রথম মেট্রো সকাল ৭টার পরিবর্তে ৮টা ০০ মিনিটে ছাড়বে।  

অস্কার থেকে বাদ প্রিয়াঙ্কা চোপড়ার 'অনুজা'

উলেখ্য,  গ্রিন লাইনের ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) ৮ ও ৯ মার্চ, শনিবার ও রবিবার পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়ে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, এবং যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হবে। এটি প্রথম নয়, এর আগেও গ্রিন লাইনে কয়েক দফা কাজের জন্য পরিষেবা বন্ধ ছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিন লাইনের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ ছিল।  এখনো, ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। এই কাজের জন্য যাত্রীদের কিছু অসুবিধা হতে পারে, তবে মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরো বিষয়টি আগেভাগেই জানানো হয়েছে, যাতে যাত্রীরা প্রস্তুত থাকতে পারেন। আশা করা যায়, এই উন্নয়নমূলক কাজগুলি গ্রিন লাইনের পরিষেবার গতি এবং নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News