নর্থইস্টকে পরাজিত করে লীগ টেবিলে ৫ এ চলে এলো ওড়িশা এফসি

banner

#Pravati Sangbad Digital:

আইএসএল নিয়ে জট কেটে যাওয়ার পর টানা ৩ দিন ম্যাচ স্থগিত হওয়ার পর আজ আবার মাঠে নেমেছিল নর্থইস্ট ইউনাইটেড ও ওড়িশা এফসি নর্থইস্টকে ২-০ গোলে পরাজিত করে। আজ নর্থইস্ট এর মূল খেলোয়াড় ব্রাউন তাদের দলে ছিলেন না। আজ ওড়িশা এফসি ২-০ গোলে  আজকের খেলার পর ওড়িশা এফসি লীগ টেবিলে ১১ ম্যাচে ১৬ পয়েন্টে নিয়ে ৫ নম্বর স্থানে অবস্থান করছে, ও নর্থইস্ট ইউনাইটেড ১২ ম্যাচে ৯ পয়েন্টে নিয়ে ১০ নম্বর স্থানে অবস্থান করছে।

কোচ খালিদ জামিল তার দলকে ৪-৩-৩ ছকে সাজিয়েছিল, তাদের ডিফেন্সে ছিল প্রভাত লক্রা, সেরেফ, ফ্লোটমান, গুর্জিন্দের কুমার, মিডফিল্ডে ছিল শেনাজ সিং, হারমান ও আক্রমণে ছিল ভিপি সুহের, ইমরান খান আরও অনেকে।আজকের ম্যাচে ওড়িশা এফসির কোচ রামিরেস তার দল টিকে সাজিয়েছিলেন ৪-২-৩-১ ছকে, আক্রমণে ছিলেন ড্যানিয়েল। মিডফিল্ডে ছিলেন আড়িদায়, এটিকের প্রাক্তন খেলোয়াড় জাভি, ইসাক, জেরি, থৈবা সিং ডিফেন্সে ছিলেন ভিক্টর মঙ্গিল, হেক্টর রোডস, পন্বর ইত্যাদিরা। 

গতকালের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড ভালো খেললেও জয়ের দেখা পেয়েছে শুধুমাত্র ওড়িশা এফসি। নর্থইস্ট ইউনাইটেড প্রথমার্ধ থেকে আক্রমণ করলেও ভাগ্য তাদের সাথে ছিল না, একের পর এক তাদের আক্রমণ ব্যর্থ হচ্ছিল ওড়িশার গোলপোস্টের সামনে এসে। প্রথমার্ধে ভিপি সূহের, লক্রা অনেকগুলি সুযোগ তৈরি করলেও সেই সুযোগ গুলিকে গোলে পরিবর্তিত করতে পারেননি। অপরদিকে ওড়িশা এফসি প্রথমার্ধে পাঁচটি আক্রমণ করে যার থেকে খুব সহজেই তারা ২ টি গোল তুলে নেয়। ওড়িশার আক্রমণ মূলত মাঠের দিক দিয়ে হচ্ছিল, তাদের খেলা তৈরীর পেছনে মূল কারিগর ছিলেন আড়িদায়। ১৬ মিনিটের মাথায় ওড়িশার  আড়িদায় মাঠের বাম দিক দিয়ে অসাধারণ ড্রিবলিং এবং স্কিল এর মাধ্যমে নর্থ ইস্ট এর পেনাল্টি বক্সের মধ্যে প্রবেশ করে তাদের আক্রমণে থাকা ড্যানিয়েল এর পায়ে বল টি কে এগিয়ে দেয়।


এবং ড্যানিয়েল অসাধারণ টাপ ইনের মাধ্যমে ওড়িশা কে প্রথম গোলটি এনে দেন, ওড়িশা ১৭ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায়। তারপর যতবার  আড়িদায় তার গতির মাধ্যমের নর্থইস্ট এর পেনাল্টি বক্সে প্রবেশ করছিলেন তত বারই নর্থইস্ট ইউনাইটেড এর ডিফেন্ডারদের ওপর ভীতি সঞ্চার করছিলেন। তারপর ২২ মিনিটে আড়িদায় নর্থইস্ট এর পেনাল্টি বক্সের মধ্যে থেকে নর্থইস্ট এর গোল মুখে একটি শট নেন যা নর্থ ইস্ট এর গোলকিপার সেভ করতে পারেননি, এবং ওড়িশা প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়।


দ্বিতীয়ার্ধের খেলায় উভয় দলেরই কোনো গোল হয়নি, কিন্তু ৮৭ মিনিটে নর্থইস্ট ইউনাইটেড এর একটি গোল অফসাইডের এর কারণে বাতিল করে দেওয়া হয়। দিনশেষে ওড়িশা ২-০ গো ম্যাচটি জিতে যায়।

Journalist Name : TAMOJOY SHRIMANY

Tags:

Related News