অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ কোপা দেল রের রাউন্ড অফ ১৬ তে জয় পেল এলচের বিরুদ্ধে

banner

#Pravati Sangbad Digital Desk:

এই রিয়াল মাদ্রিদকে কোনো কিছুতেই প্রতিরোধ করা যাচ্ছে না, তাদের জয়ের গতিপথ শুরু হয়েছে লা লিগা থেকেই। তারপর কেটে গেছে অনেকটা সময়, সেই সময়ের মধ্যেই তারা এই মরশুমে তাদের প্রথম ট্রফি সুপারকোপা তাদের ট্রফি ক্যাবিনেটে নিয়ে চলে গেছে। গতকাল রাত্রে তারা কোপা দেল রের ম্যাচে মুখোমুখি হয়েছিল এলচের সাথে। গতকালের ম্যাচের স্কোর হয়েছে ২-১, রিয়েল মাদ্রিদের হয়ে প্রথম গোল দিয়েছেন ইস্কো ও দ্বিতীয় গোল দিয়েছেন ইডেন হ্যাজার্ড।
ভারতীয় সময় গতকাল রাতের এই ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়েছে, রিয়াল মাদ্রিদ এর কালকের ম্যাচটা জেতার জন্য ১২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
গতকাল আনসেলোত্তি রিয়াল মাদ্রিদকে ৪-৩-৩ ছকে সাজিয়েছিলেন। তাদের আক্রমণের ছিল ভিনিসিয়াস জুনিয়র, লুকা জোভিচ, রড্রিগো, তাদের মাঝ মাঠ কে সামলাছিলেন ফেডে ভালবারদে, ক্যাভামিঙ্গা, টনি ক্রুসরা, এবং তাদের ডিফেন্সে ছিল মার্সেলো, ডেভিড আলাবা, নাচো, লুকাস ভাস্কেজ।এলচের কোচ ফ্রান এস্ক্রিবা তাদের দলকে ৪-৪-২ ছকে সাজিয়েছিলেন, তাদের দলের হয়ে ভালো খেলেছেন ডিফেন্সে থাকা পালাসিওস, দিয়েগো গঞ্জালেজ, মজিকা, মিডফিল্ডার হিসাবে থাকা গুটি, জেরাদ গুম্বাও, ফিদেল, ও তাদের আক্রমণে থাকা কোন খেলোয়াড়ই ভালো প্রদর্শণ করতে পারেনি।
প্রথমার্ধে খেলার শুরুতে এলচে প্রথম থেকে আক্রমণের ঝড় তুলেছিল রিয়াল মাদ্রিদে পেনাল্টি বক্সে, এবং প্রথমার্ধে প্রতিবার রিয়াল মাদ্রিদের ডিফেন্স এর ভুল চোখে পড়েছে। সেই সময় এলচে ভাগ্য দোষে একটিও গোল করতে পারেনি, প্রথম আক্রমনে অল্পের জন্য এলচে তাদের প্রথম গোলটি পায়নি। ২৫ মিনিটে এলচের লেফট ব্যাক মাঠের বাম দিক দিয়ে আক্রমণে এসে তাদের আক্রমণভাগে থাকা খেলোয়াড়দের ক্রস বাড়ায়, যা তাদের আক্রমণের খেলোয়াড়রা হেড এর সাহায্যে রিয়াল মাদ্রিদ এর গোলপোস্টের দিকে এগিয়ে দেয়, কিন্তু রিয়াল মাদ্রিদের গোলকিপার লুনা তা আটকে দেয়। ৪১ মিনিটে রিয়ালের মার্সেলো আক্রমণে এলেও প্রথমার্ধে তারা গোল পায়নি।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়, দুই দলই একে অপরের পেনাল্টি বক্সের দিকে আক্রমণ করে গেলেও তারা উভয়েই গোলের দেখা পায়নি, দ্বিতীয়ার্ধের রিয়াল মাদ্রিদ এর ভিনিসিয়াস জুনিয়র, যোভিচ অনেকগুলি আক্রমণ করলেও খেলা এক্সট্রা টাইম এর দিকে এগোয়।এক্সট্রা টাইমে ৯৫ মিনিটে এলচে রিয়াল মাদ্রিদের পেনাল্টি বক্সের বাইরে একটি ফ্রি কিক পায়, কিন্তু তারপরেও তারা গোলের দেখা পায়নি। ১০৩ মিনিটে এলচের আক্রমণভাগের খেলোয়াড়রা কাউন্টার অ্যাটাক দিয়ে রিয়াল মাদ্রিদের পেনাল্টি বক্সের দিকে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় রিয়াল মাদ্রিদ এর ডিফেন্ডার মার্সেলো পেছন থেকে ফাউল করে বসে এলচের আক্রমণভাগের খেলোয়াড়কে, মার্সেলো রেড কার্ড দেখেন ও তার পাশাপাশি ফ্রি-কিক থেকে গঞ্জালো এলচে ম্যাচের প্রথম গোলটি পেয়ে যায়।  

তারপরেই ১০৭ মিনিটে রিয়াল মাদ্রিদ এর ইসকো প্রথম গোল করেন এবং তাদের দলকে সমতায় ফিরিয়ে আনেন। ১১৪ মিনিটে তারা তাদের দ্বিতীয় এবং জয়সূচক গোলটি পায় হ্যাজার্ডের পা থেকে, এলচের গোলকিপার পেনাল্টি বক্সের বাইরে চলে আসার কারণে গোলপোস্ট প্রায় ফাঁকাই থাকে এবং সেখানে হ্যাজার্ডের কাজটি আরও সহজ হয়ে যায়। এবং সবশেষে খেলার স্কোর দাঁড়ায় ২-১ ও রিয়াল মাদ্রিদ জিতে যায়।

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News