কোপা দেল রের রাউন্ড অফ ১৬ তেও মুখ থুবড়ে পড়ল বার্সেলোনা

banner

#Pravati Sangbad Digital Desk:

সুপার কোপায় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এর কাছে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা, এর অনেক আগেই লা লিগা জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। লা লিগায় একা থাকা রিয়াল মাদ্রিদ এর থেকে তারা মোট ১৭ পয়েন্ট পেছনে ৬ নম্বর স্থানে অবস্থান করছে। রোনাল্ড কমেন বার্সেলোনার কোচ হিসেবে পদত্যাগ করার পর তার জায়গায় এসেছেন বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় জাভি, কিন্তু তিনিও বার্সেলোনাকে তাদের হারিয়ে যাওয়া ধারাবাহিকতাকে কিছুতেই ফিরিয়ে আনতে পারছেন না। ভারতীয় সময় গতকাল রাত্রে কোপা দেল রে'র খেলায় বার্সেলোনা মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিক ক্লাব এর সাথে, সেই ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে হেরে যায় অ্যাথলেটিক ক্লাব এর কাছে এবং কোপা দেল রে'র থেকে বিদায় নেয়
অ্যাথলেটিক ক্লাব এর করছিলেন গার্সিয়া টোরাল, অ্যাথলেটিক ক্লাব মূলত কাউন্টার খেলায় পারদর্শী, তারা তাদের দল টিকে ৪-৪-২ ছকে সাজিয়েছিল। তাদের ডিফেন্সের ছিল ইনিগো মার্টিনেজ, ভিভিয়ান, দে মার্কাসরা এবং মিডফিল্ডে ছিলেন দানি গার্সিয়া, ভেসগা, মুনিয়ে ও আক্রমণে ছিলেন রাউল গার্সিয়া, সানসেটরা।বার্সেলোনার কোচ জাভি গতকাল তার দলের আক্রমণ ভাগকে নতুন ভাবে সাজিয়েছিল, তাদের আক্রমণে ছিলেন ফেরান যুটগলা, আব্দে, ফেরান তোরেস, মিডফিল্ডার হিসাবে ছিলেন গাবি, পেড্রী, সার্জিও বুস্কেটস, ও ডিফেন্সে ছিলেন জর্ডি আলবা, পিকে, রোনাল্ড আরাউজো ও দানি আলভেজরা।

প্রথমার্ধে অ্যাথলেটিক ক্লাব তাদের বরাবরের খেলা কাউন্টার অ্যাটাক এর উপর বিশ্বাস রেখেই গতকাল বার্সেলোনার বিরুদ্ধে একইভাবে খেলছিল, খেলা শুরু হওয়ার ২ মিনিটেই অ্যাথলেটিক ক্লাব এর নিকো উইলিয়ামস বার্সেলোনার পেনাল্টি বক্সের ভেতরে প্রবেশ করে মুনিয়েন এর দিকে একটি পাস বাড়ায় যা তিনি চিপ করে দেন গোলকিপারের মাথার উপর দিয়ে, এবং বার্সেলোনার গোলকিপার সেই বলটিকে আটকাতে পারেননি, এবং অ্যাথলেটিক ক্লাব এক গোলে এগিয়ে যায়। তারপর ১৯ মিনিটে বার্সেলোনা আক্রমণ করে, মাঠের ডান দিক দিয়ে তারা খেলা তৈরি করে অ্যাথলেটিক ক্লাব এর ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে সার্জিও বুস্কেটস এর পাশ থেকে গোল করেন ফেরান তোরেস, ও বার্সেলোনা, অ্যাথলেটিক ক্লাব এর সাথে সমতায় ফিরে আসা। ৩১ মিনিটে একটি ক্লাব কাউন্টার অ্যাটাক করলেও বার্সেলোনার গোলকিপার টের স্টেগেন এর কারণে অ্যাথলেটিক ক্লাব প্রথমার্ধে তাদের দ্বিতীয় গোলটি পায়নি। সব মিলিয়ে প্রথমার্ধ এবং সারা ম্যাচেই বার্সেলোনার ডিফেন্স অত্যন্ত ভঙ্গুর ছিল, যার কারণে অ্যাথলেটিক ক্লাব এর খেলোয়াড়রা বারবার বার্সেলোনার ডিফেন্স ভেঙে তাদের পেনাল্টি বক্সে প্রবেশ করছিল।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার অনেক পরে প্রায় ৮৫ মিনিটে অ্যাথলেটিক ক্লাব এর মুনিয়ে একটি ফ্রি কিক পায় যার থেকে তাদেরই সতীর্থ খেলোয়াড় মার্টিনেজ ম্যাচের তৃতীয় গোলটি করে এবং আবারো তাদের দলকে এগিয়ে দেয়। খেলা ৯০ মিনিট পার করে যাওয়ার পর রেফারি যখন এক্সট্রা স্টপেজ টাইম দেয় ঠিক তখনই বার্সেলোনার মিডফিল্ডার পেড্রী আরো একটি গোল দিয়ে আবারো বার্সেলোনাকে খেলায় ফিরিয়ে আনে।

তারপর রেফারির দেওয়া এক্সট্রা টাইমের ১০৪ মিনিটে বার্সেলোনার ডিফেন্ডার জর্ডি আলবা নিজেদের পেনাল্টি বক্সে হ্যান্ডবল করেন এবং রেফারি ভিএআর দেখে অ্যাথলেটিক ক্লাবের হাতে একটি পেনাল্টি তুলে দেয়, ও মুনিয়ে সেই পেনাল্টি থেকে আরেকটি গোল দিয়ে তাদের দল অ্যাথলেটিক ক্লাব কে কোপা দেল রে'র রাউন্ড অফ ১৬ এর থেকে এক ধাপ এগিয়ে দেয়।

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News