আইপিএল শুরু হয়তো মার্চের শেষ অথবা এপ্রিলের শুরু থেকে

banner

#Pravati Sangbad Digital Desk:

    গত দুই বছর ধরে করোনার কারণে আইপিএল এর এক অংশ ভারতে হলে ওপর অংশ আরব আমিরশাহিতে হচ্ছে, তার কারণে এ বছর আইপিএলের বোর্ডের কর্তারা ঠিক করেছিলেন ভারতবর্ষের মাটিতেই আইপিএল অনুষ্ঠিত করার। কিন্তু এই বছরের শুরু থেকেই কোভিডের বাড়বাড়ন্ত দেখে সেই পরিকল্পনা বদলানোর চেষ্টা করছেন বোর্ড কর্তারা। প্রথমে তারা ভেবেছিলেন ভারতের মাটিতে দর্শক নিয়েই খেলা শুরু করা হবে, কিন্তু সেই ভাবনা পরিবর্তিত করে তারা ঠিক করছেন এই দেশেই দর্শকহীন মাঠে খেলা শুরু করার। যদি এই দেশে খেলা শুরু হয় তবে শুধুমাত্র মুম্বাইয়ের মাঠ গুলিতেই সমস্ত আইপিএল টুর্নামেন্ট খেলা হবে, তা না হলে আরব আমিরশাহি তেই এই পুরো টুর্ণামেন্ট হবে।
শনিবার দিন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তারা ভেন্যু নিয়ে বৈঠক করেন বোর্ড আধিকারিকদের সাথে। প্রাথমিকভাবে জাতিক হয়েছে মুম্বাইয়ের তিনটি মাঠে আইপিএলের ম্যাচ গুলি হবে, এবারে মোট ১০ টিমের লিকে ৭৪ টা ম্যাচ হবে। মুম্বাইয়ের যে তিনটি মাঠে খেলা হওয়ার কথা ঠিক হয়েছে তাহলো ওয়াংখেড়ে, ব্রাবোর্ন ও ডি ওয়াই পাটিল স্টেডিয়াম।কোভিড সংক্রমণকে এড়িয়ে যাওয়ার জন্যই এক শহরে সম্পূর্ণ লিগের ম্যাচ গুলি দেওয়া হয়েছে, তার সাথে ভাবা হয়েছে পুনের কথাও। পুরো লিগে কোন সমস্যা না হলে প্লে-অফের ম্যাচ গুলি আমেদাবাদে হওয়ার কথা হয়েছে। এবং বিকল্প হিসেবে ভারত ছাড়াও ভাবা হয়েছে আরব আমিরশাহী ও দক্ষিণ আফ্রিকার কথা।

ফেব্রুয়ারীতে আইপিএল ২০২২ এর নিলামের পরেই চূড়ান্ত হবে সম্পূর্ণ সিদ্ধান্তগুলি, অপরদিকে ১৫ তম আইপিএল এর নিলামে নাম নথিভুক্ত করিয়েছেন ১২১৪ জন ক্রিকেটার, তাদের মধ্যে ৮৯৬ জন ভারতীয়, ৩১৮ জন বিদেশি। এবং তার পাশাপাশি ২৭০ জন ক্যাপট ও ৯০৩ জন আনক্যাপড ক্রিকেটার। এই সমস্ত খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইস দু'কোটি টাকার তালিকায় রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন, ডেভিড ওয়ার্নার, ডোয়েন ব্র্যাভো ও কাগিসো রবাদার মত ক্রিকেটাররা। এবছর যেসব গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নিজেদের নাম অন্তর্ভুক্ত করেননি এবারের আইপিএলে তারা হলেন ক্রিস গেইল, বেন স্টোকস, মিচেল স্টার্ক। 

এ বছরের নতুন দুই দল আমেদাবাদ তাদের ক্যাপ্টেন ঘোষণা করেছে হার্দিক পান্ডিয়া কে, এবং তার সাথে সাথে তারা কিনেছেন কলকাতার প্রাক্তন ক্রিকেটার শুভমান গিল ও হায়দ্রাবাদের প্রাক্তন বোলার রাশিদ খান কে। ও নতুন ফ্র্যাঞ্চাইজি লখনও এর নতুন তিন ক্রিকেটার হলেন, পাঞ্জাবের প্রাক্তনী লোকেশ রাহুল, মার্কাস স্টইনিস ও রবি বিস্নোই রা।

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News