ফের ঘূর্ণাবর্তের জের, রাজ্যজুড়ে শিলা বৃষ্টিরও ইঙ্গিত আবহাওয়া দপ্তরের

banner

#Pravati Sangbad Digital Desk:

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী , আজ সারাদিনই মেঘলা আকাশ থাকবে। এর সাথে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের। বাংলাদেশের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, তার সঙ্গে শুরু হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার। আর এরই জেরে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির চলবে।

আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। আজও বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের শিলা বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি  সকাল থেকেই ঘন কুয়াশা রয়েছে সর্বত্র। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, সোমবার কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে। বুধবার থেকে ধিরে ধিরে আকাশের উন্নতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি করে বেড়ে যাবে। তবে ২৬ তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৪%, এমনটাই পাওয়া যায় খবর সূত্রে।  

উত্তর বাংলাদেশের যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তার জেরে বৃষ্টি হবে রাজ্যজুড়েই। হাওয়া অফিস সুত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝা পূর্বদিকে সরছে। এই ঝঞ্ঝার ফলে ঠাণ্ডা হাওয়া গরম পূবালী হাওয়ার সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘের তৈরি হয়েছে। আর এর থেকেই বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভবনা বাড়ছে।
অন্যদিকে, দার্জিলিং - এর বিভিন্ন এলাকায় তুষারপাতের সম্ভবনা রয়েছে। এখানেও শিলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে এখনও অবধি খবর অনুযায়ী, বুধাবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং বঙ্গভূমিতে শীত আবার ফিরবে। 

Journalist Name : Aditi Sarker

Tags: