ইস্টবেঙ্গল থেকে দল পরিবর্তন করার পর চিমার গোলে জিতল জামশেদপুর এফসি

banner

#Pravati Sangbad Digital Desk:

ড্যানিয়েল চিমা ইস্টবেঙ্গল থেকে দল পরিবর্তন করে জামশেদপুর এফসি তে যাওয়ার প্রথম দিনই গোল করলেন এবং নিজের দলকে জেতালেন। গোয়ার অ্যাথলেটিক স্টেডিয়ামে গতকাল খেলা ছিল জামশেদপুর এফসি বনাম এফসি গোয়ার। গতকালের ম্যাচে এক গোলে জেতার পর জামশেদপুর এফসি আইএসএল এর লিগ টেবিল ১৩ টি ম্যাচ খেলে মোট ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে অবস্থান করছে ও এফসি গোয়া মোট ১৪ টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে ৯ নম্বর স্থানে অবস্থান করছে। কার্যত গোয়ার কাছে প্লে-অফ খেলার স্বপ্ন অনেকটাই বিলীন হয়ে এসেছে।
আজ শুরু থেকেই জামশেদপুর এফসি সমস্ত খেলোয়াড়রা তাদের অসাধারণ খেলার মাধ্যমে মন কেড়েছিল ফুটবল প্রেমীদের, কাল ওয়েন কোল তার দলকে ৪-২-৩-১ ছকে সাজিয়ে ছিল, তাদের দলের যে সব খেলোয়াড়রা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খেলেছেন তাদের নাম না নিলেই নয়, অ্যালেক্স, ড্যানিয়েল চিমা যিনি কিছু দিন আগে দল পরিবর্তন করে জামশেদপুরে এসেছেন ও জেতার জন্য একটি মাত্র গোল তিনিই করেছেন, গ্রেগ স্টুয়ার্ট, জিতেন্দ্র সিং এবং ডিফেন্ডার হার্টলি, রেন্থেলি। ম্যাচের প্রথম থেকেই অ্যালেক্স মাঠের বাম দিকটা এতটাই সচল রেখেছিল ও খেলাটিকে অত্যন্ত দৃষ্টি নন্দন হয়েছে।গোয়ার কোচ পেরেইরা, গোয়া কে ৪-২-৩-১ ছকে সাজিয়েছিলেন, তাদের আক্রমণে ছিলেন আইরাম, মিডফিল্ডার ছিলেন আলবার্তো নাগুয়েরা, এদূ বেদীয়া, ফার্নান্দেজ, এবং ডিফেন্সে ছিলেন আলী, দলিং ও গঞ্জালেজরা।

প্রথমার্ধের খেলায় দুই দলের দুই খেলোয়াড় খুবই নজর কেড়েছে তারা হলেন, গোয়ার এদু বেদীয়া ও জামশেদপুর এফসির ড্যানিয়েল চিমা ও গোল কিপার টিপি রেহনেশ। ১৭ মিনিটে ড্যানিয়েল চিমা দুর্দান্ত একটি শট নেন কিন্তু একটুর জন্য গোল টি হয়নি, তারপর ২৭ মিনিটে গোয়ার এদু বেদিয়া জামশেদপুরের গোলমুখে শর্ট নিলেও তাদের দুর্গ রক্ষকারী রেহেনেশ অত্যন্ত দৃঢ়তার সাথে সেই বলটি কে সেভ করে। এই ভাবেই গতকালের ম্যাচ টি প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধে ০-০ গোল স্কোর নিয়ে এগোয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জামশেদপুরের মাঝমাঠের খেলোয়াড় একটি লং বল এগিয়ে দেয় ড্যানিয়েল চিমার পায়ে এবং সেখান থেকে চিমা একটি গোল দেন যা গোয়ার গোলকিপারের ভুলেই হয়েছে। তারপরে জামশেদপুর একের পর এক আক্রমণ চালিয়ে যায় গোয়ার গোলপোস্টে কিন্তু চিমার গোলের পর থেকে আর কোন গোল দিতে পারেনি জামশেদপুর। তার সাথে গোয়া ও অনেক প্রচেষ্টা করলেও জামশেদপুরের ডিফেন্স কে ভাঙতে পারেনি ও তারা ম্যাচে অন্য কোনো গোল দিতে পারেনি। এবং খেলা শেষ হয় ১-০ গোলে, এবং জামশেদপুর এফসি জয়লাভ করে।

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News