Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 14, 2024

কমলো তেলের দাম, সস্তি ফিরবে কি সাধারণের!

banner

#Kolkata:

লোকসভা বিধানসভা উপনির্বাচনে বিজেপির বড়সরো ধাক্কা| বাংলা, হিমাচল উপনির্বাচনে কোথাও খাতা খুলতে পারলো না বিজেপি| হিমাচলের বিজেপি সরকারের সিএম বলেছেন,’মূল্যবৃদ্ধির মূল্যই চোকাতে হয়েছে ভোটে’| ২০২২-এর শুরুতেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ ৫টি রাজ্যের বিধানসভা ভোট| জনতার ক্ষোভ টের পেয়েই কি তাহলে ভোটের পূর্বে তেলের দাম কমানোর চিন্তাভাবনা মোদী সরকারের! কেন্দ্রীয় সরকার গত কাল পেট্রোল লিটার প্রতি টাকা এবং ডিজেল ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে|



দীর্ঘদিন ধরে বিরোধীদল শাসিত রাজ্যগুলি কেন্দ্রের কাছে পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি করছিল, কেন্দ্রীয় অর্থমন্ত্রক সুত্রে বলা হয়েছে, রাজ্য গুলিও এবারে কর কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দিক| শুল্ক কমানোর ফলে চলতি অর্থবছরে সরকার প্রায় ৫৫ হাজার কোটি টাকার রাজকর হারাতে চলেছে বলে অনুমান| বিজেপিশাসিত ৭টি রাজ্য- বিহার, অসম, ত্রিপুর, গোয়া, কর্ণাটক, মণিপুর উত্তরপ্রদেশে পেট্রোলের দাম টাকা ৩০ পয়সা থেকে শুরু করে টাকা এবং ডিজেল টাকা ৯০ পয়সা থেকে টাকা পর্যন্ত  কমিয়েছে| ফলে রাজ্যগুলিতে পেট্রোল ডিজেলের দাম কমেছে| উত্তরাখণ্ড সরকার লিটার প্রতি টাকা কমালেও ডিজেলের মূল্য কমানো নিয়ে কিছু বলেনি| হিমাচলপ্রদেশ সরকার বলেছেন দাম কমাচ্ছে তারাও|

 

কলকাতায় তেলের মূল্য কত

আজ বৃহস্পতিবার কলকাতায় পাম্প গুলিতে লিটার প্রতি পেট্রোলের দাম .৮২ কমে হল ১০৪.৬৭ টাকা| ডিজেলের দাম ১১.৭৭ টাকা কমে হল ৮৯.৭৯ টাকা| তেলের মূল দামের সাথে পরিবহন খরচ এবং কেন্দ্রীয় শুল্ক ধরে যে দাম ঠিক হয়, তার ওপর বসে রাজ্যের কর, তার সাথে ডিলারের কমিশন জুড়ে হয় পাম্প- তেলের দাম| যে দামে তেল পায় ক্রেতারা| পশ্চিমবঙ্গে লিটার পিছু পেট্রোলে vatএর হার ২৫% এবং ডিজেলে ১৭% | ফলে কেন্দ্রীয় শুল্ক ১০ টাকা করে কমার পরে vatএর হার এক থাকলেও মোট দাম আরও কিছুটা বেশি কমেছে|


বিশেষত কমাসশিয়াল যানবাহন সবই ডিজেলে চালিত তাই, ডিজেলের মূল্য বৃদ্ধিতে সকল কিছুর মূল্যই আকাশচুম্বী হয়েছিল| দাম বেড়েছিল নৃত্তপ্রয়োজনীয় জিনিসের| যার ফলে নাজেহাল ছিল মধ্যবিত্ত| তবে পেট্রোমূল্য ডিজেলের মূল্য কমায় সাধারণ মানুষরা অনেকটাই সস্তি পাবে বলে আশাবাদী বিশেষজ্ঞদের একাংশ|                

Journalist Name : Mukesh Nag

Related News