আজই বক্স অফিসে আসছে প্রতীক্ষিত ছবি "বাবা বেবি ও"

banner

#pravati sangbad digital desk:

আজ ৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে "বাবা বেবি ও"। করোনা অতিমারির মধ্যেই কলকাতা ও মুম্বাইয়ে  চলেছে  সিনেমার শুটিং। যীশু সেনগুপ্ত একটি ইন্টারভিউতে বলেন ছবির শুটিং শুরু করেছিলেন গত বছর মার্চে। সেই সময় সারোগেসি বিষয়টি চর্চার বিষয় ছিল না। তবে সাম্প্রতিক সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই বর্তমানে এটি চর্চার বিষয় তো বটেই। এই সিনেমার মূল বিষয় হল সারোগেসি যা সম্পর্কে অনেকেই অবগত নয় সেই পরিপ্রেক্ষিতেই অরিত্র মুখোপাধ্যায়, জিনিয়া এবং উইন্ডোজ প্রোডাকশন এইরকমই ফিল্ম তৈরির পরিকল্পনা করেছে। এছাড়াও যীশু সেনগুপ্ত বলেছেন এইখানে সিঙ্গেল সারোগেটেড ফাদারের গল্প উঠে আসবে। আর সাথে এক মিষ্টি ভালোবাসার গল্প। মজার ছলে যীশু সেনগুপ্ত বলেছেন খুদে শিল্পীরাও চরমভাবে কো-অপারেট করেছে গোটা বিষয়ের সাথে। একেবারে ভীষণ ভালো শট দিয়েছে দুই খুদে শিল্পী। আর উইন্ডোজ প্রোডাকশন বরাবরই ভিন্ন স্বাদের গল্প পরিবেশন করে সে কথা উল্লেখ করেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। তিনি বলেছেন উইন্ডোজ এর সব ছবি সুপারহিট এবং দর্শকদের কাছেও অন্ত্যন্ত প্রিয়। এছাড়াও সহ অভিনেত্রী সোলাঙ্কি প্রশংসা করেছেন যীশু সেনগুপ্তর।

"বাবা বেবি ও" ছবির প্রথম ট্রেলার মুক্তি পায় ২৩ শে জানুয়ারি রবিবার। সেখানে যীশুর বাবা হওয়ার যাবতীয় কর্তব্য পালন থেকে শুরু করে সোলাঙ্কির সাথে মিষ্টি প্রেমের গল্পের কিছু মুহূর্ত ফুটিয়ে তোলা হয়। সেখানে আমরা দেখতে পাই যীশু সেনগুপ্তকে সিঙ্গেল ফাদার হিসেবে। তিনি সেখানে একটি বাচ্চা নয়, দুটি সন্তানের বাবা। এছাড়াও ছবির ট্রেলার দেখানো হয়েছে সোলাঙ্কি অর্থাৎ  যিনি অভিনয় করেছেন বৃষ্টি চরিত্রে। সেখানে দেখানো হয়েছে বৃষ্টি একেবারেই পছন্দ নয় শিশুদের বরং তাদের কান্নায় বৃষ্টি চরিত্রের মাথা ব্যথা বেড়ে যায়।
সব মিলিয়ে এক সুন্দর উপস্থাপনা পাওয়া যাচ্ছে উইন্ডোজ প্রোডাকশন এর পক্ষ থেকে। তার ওপর এই ছবিটি সরস্বতী পুজোর মরসুমে আসছে। অরিত্র মুখার্জি পরিচালনায় আর সাথে নন্দিনী-শিবপ্রসাদ জুটি তো আছেই। তাই তাদের সৃষ্টি অনবদ্য তো হবেই। অভিনয়ের মুখ্য চরিত্রগুলিতে দেখা যাবে যীশু সেনগুপ্ত, সোলাঙ্কি রায়, গৌরব চ্যাটার্জী এবং মৈনাক মুখার্জিকে। এছাড়াও আছেন রজত গাঙ্গুলী রেশমি সেন এবং বিদিপ্তা চক্রবর্তী।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News