রাজ্যসভায় লতা মঙ্গেশকরের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তুলোধোনা প্রধানমন্ত্রীর

banner

#Pravati Sangbad Digital Desk:

গত রবিবার ৬ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোকিল কোণ্ঠি লতা মঙ্গেশকর, মৃত্যুকালে ভারতরত্ন গায়িকার বয়স হয়েছিল ৯২ বছর, দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন সঙ্গীত জগতের সঙ্গে, তাঁর ঝুলিতে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। কিন্তু তাঁর জীবন ছিল সাদামাটা, এত বড় মাপের গায়িকা তাঁর জীবনের কোন দিন অহংকারকে ধারে কাছে আসতে দেননি। তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি সঙ্গীতমহলের। লতা মঙ্গেশকরের প্রয়াণে তাকে শ্রদ্ধা জানিয়ে দেশ জুড়ে পালিত হয়েছে দুই দিনের রাষ্ট্রীয় শোক। শেষ যাত্রাই সঙ্গী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, কিন্তু রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার আগেই মঙ্গলবার রাজ্যসভাই কংগ্রেসের বিরুদ্ধে লতা মঙ্গেশকরের পরিবারের প্রতি অন্যায়ের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন রাষ্ট্রপতির ভাষণের পড়ে বক্তব্য রাখতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য দিতে উঠে তিনি বলেন, “ কংগ্রেস বারবার বলে বিজেপি সাধারণ মানুষের স্বাধীনতাই হস্তক্ষেপ করে, তারা হইত নিজেদের ইতিহাস ভুলে গেছে।“ তিনি আরও বলেন, “ লতাজির ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের জন্ম গোয়ায়, তিনি গোয়ার বাসিন্দা, চাকরি করতেন অল ইন্ডিয়া রেডিওতে, কংগ্রেস আমলে অল ইন্ডিয়া রেডিওর এক অনুষ্ঠানে তিনি বীর সাভারকারের এক কবিতার লাইন তুলে ধরেছিলেন, আর তাতেই তৎকালীন কংগেস সরকার হৃদয়নাথ মঙ্গেশকরের চাকরি কেরে নেয়”।

শুধু মঙ্গেশকর পরিবারই নয়, এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পেয়েছিলেন কিশোর কুমারও। তিনি বলেন, “ কংগ্রেসের বিরুদ্ধে কথা বলার জন্য কিশোর কুমারকেও এক বছরের জন্য রেডিও এবং টিভির কোন অনুষ্ঠানে গান গাইতে দেওয়া হয়নি”, তিনি আরও বলেন, “ কংগ্রেসের মনে রাখা উচিত তারা বামফ্রন্ট নেতা সীতারাম ইয়েচুরির সাথে কি করেছিলেন”। এদিন তিনি আরও বলেন, “ কংগ্রেস যে ভাবে দেশের বদনাম করছে তাতে মনে হয় বিগত ১০০ বছরেও কংগ্রেসের ক্ষমতাই আসার কোন ইচ্ছে নেই”। সব মিলিয়ে এদিন রাজ্যসভাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন।
দেশের ৫ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, তার মধ্যে রয়েছে গোয়া। সেখানে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, এদিন রাজ্যসভাই কোকিল কোণ্ঠি গায়িকা লতা মঙ্গেশকরের ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের কথা স্মরণ করিয়ে কংগ্রেসকে বেশ অস্বস্তিতেই ফেলেছেন। তিনি আরও বলেন, “ কংগেস আসলে পরিবারতান্ত্রিক দল, যা গণতন্ত্রের বিপদ”।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News