চিমার আগমনের পরেই ধারাবাহিক ছন্দে ফিরে এসে লিগ টেবিলের ২ নম্বর স্থানে পৌঁছে গেলো জামশেদপুর

banner

#Pravati Sangbad Digital Desk:

ড্যানিয়েল চিমা আসার পর থেকেই জামশেদপুর এফসি তাদের পুরনো ছন্দ ফিরে পায়, এবং তাদের জয়ের ধারাবাহিকতা ফিরে আসে। গত কিছুদিন ধরে প্রায় প্রত্যেক ম্যাচে ড্যানিয়েল একটি করে গোল করছে এবং তার দলকে জেতানোর পেছনে বড় ভূমিকা দেখা দিচ্ছে।  গোয়ার অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার এর ম্যাচ। গোয়াকে ৩ গোলে পরাজিত করে জামশেদপুর এফসি, তাদের দুটি গোল পেনাল্টি থেকে আসে ও একটি গোল করেন চিমা। কেরালা কে পরাজিত করার পর জামশেদপুর এফসি লীগ টেবিলের দু নম্বর স্থানে অবস্থান করছে ও কেরালা লিগ টেবিলের ৫ নম্বর স্থানে অবস্থান করছে।
 কেরালা ব্লাস্টার এর কোচ ইভান ভাকমানভিচ তার দলকে ৪-৪-২ ছকে সাজিয়েছিল, তাদের ডিফেন্সে ছিল হরমনজোত খাবরা, নিশু কুমার, মার্কো লেস্কভিচ, সিপোভিচ, মিডফিল্ডে ছিল সাহাল সামাদ, জ্যাকসন সিং, বারেত্ত ও আক্রমণে ছিল, ভাস্কোয়াজ ও আদ্রিয়ান লুনা।
জামশেদপুর এফসির ওয়েন কোল তার দলকে নতুন ভাবে ৪-৪-১-১ ছকে সাজিয়ে ছিল, তাদের দলের যে সব খেলোয়াড়রা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খেলেছেন তাদের নাম না নিলেই নয়, তারা হলেন ড্যানিয়েল চিমা যিনি কিছু দিন আগে দল পরিবর্তন করে জামশেদপুরে এসেছেন ও পর পর ম্যাচ গুলিতে গোলে করে চলেছেন এবং আজও গোল করেছেন, ও ম্যাচের প্রথম ও দ্বিতীয় গোল তিনিই করেছেন। গ্রেগ স্টুয়ার্ট ম্যাচে ডামি রানার হিসেবে খেলছিল, তাদের মাঝ মাঠে খেলছিলেন প্রণয় হালদার, ঋত্বিক দাস, জিতেন্দ্র সিং ও ডিফেন্সে ছিল সবিয়া, হার্থলি রেন্থলি।

প্রথমার্ধের খেলায় কেরালা ব্লাস্টার্স কাউন্টার অ্যাটাক পদ্ধতিতে খেলছিল, ও অপরদিকে জামশেদপুর এফসি শট পাস এবং বিল্ডআপ খেলায় নির্ভরশীল ছিল, প্রথম থেকে একের পর এক আক্রমণ শুরু করে জামশেদপুর এফসি। স্টুয়ার্ট থেকে শুরু করে ঋত্বিক দাস পর্যন্ত সকলেই অত্যন্ত সুদৃশ্য শট পাস এবং ড্রিবলিংয়ের মাধ্যমে মাতিয়ে রেখেছিল ভারতীয় ফুটবল সমর্থকদের। ঋত্বিক দাস এর ড্রিবলিং বারবার পরাজিত করেছিল কেরালার ডিফেন্ডারদের, প্রথমার্ধের খেলা শেষ এর দিকে কেরালার ডিফেন্ডার মেতেই জামশেদপুরের স্টুয়ার্টকে ফাউল করে বসে তাদের পেনাল্টি বক্সের মধ্যে ও জামশেদপুর একটি পেনাল্টি পায় যা স্টুয়ার্ট গোলে পরিবর্তিত করে, প্রথমার্ধে খেলার স্কোর দাঁড়ায় ১-০।
 দ্বিতীয়ার্ধে খেলার শুরুর দিকে জামশেদপুরের মিডফিল্ডার বরিস সিং, একটি অসাধারণ দৌড় এর মাধ্যমে কেরালার পেনাল্টি বক্সের মধ্যে প্রবেশ করেন এবং আবারো কেরালার ডিফেন্ডারদের মধ্যে একজন লেস্কোভিচ একটি মিস টাইম ট্যাকেল করে তাকে ও আবারো একটি পেনাল্টি পান স্টুয়ার্ট ও পেনেকার মাধ্যমে তার দ্বিতীয় গোলটি সম্পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই জামশেদপুর এফসি কেরালা ব্লাস্টার্স এর থেকে ২ গোলে এগিয়ে যায়। এবং ম্যাচের ৫৩ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেন ড্যানিয়েল চিমা এবং তাদের জয়ের সাথে সাথে লীগ টেবিলের দু'নম্বর স্থানটিকে দৃঢ় করেন, গতকালের ম্যাচে জামশেদপুর এফসি ৩-০ গোলে জয় লাভ করে যায়।

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News