যীশুর ছোটো কন্যা জারা পেল স্বর্ণপদক

banner

#Pravati Sangbad Digital Desk:

যীশু সেনগুপ্ত  হলেন একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক, যিনি প্রধানত কিছু হিন্দি এবং তেলেগু ভাষার চলচ্চিত্র ছাড়াও বাংলা চলচ্চিত্রে কাজ করেন। সম্প্রতি অ্যাঙ্কারিং করছেন প্রচুর।
উনি একজন অভিনেতা ছাড়াও একজন সফল স্বামী ও দুই সন্তানের পিতা। যীশু সেনগুপ্তের স্ত্রী নিলাঞ্জনা সেনগুপ্ত একজন লেখক এবং প্রযোজক ছিলেন। ওনাদের দুই সন্তান সারা ও জারা। যীশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত কলকাতা ইন্টারন্যাশনাল স্কুল-এর ছাত্রী। ২০২০ সালের ক্রীড়া প্রতিযোগিতায় তিনিও স্বর্ণপদক জিতেছিলেন । এবার মাত্র ৯ বছর বয়সে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল যীশু সেনগুপ্তর ছোট মেয়ে জারা সেনগুপ্ত। একটা নয়, দু'দুটি স্বর্ণপদক জিতেছে জারা। ক্যালাকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী জারার স্বর্ণপদক জেতার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যীশু। মেয়ের পদক জেতার খবরে তিনি যে ভীষণ খুশি তা তাঁর ক্যাপশন লেখার স্টাইলেই বেশ বোঝা যাচ্ছে। ক্যাপশানে যীশু লিখেছেন- “জুনিয়র সেনগুপ্ত ২টি স্বর্ণপদক জিতেছেন... ওয়ে টু গো জাআআরররুউউউউ...''। যীশু সেনগুপ্তের স্ত্রী নিলাঞ্জনা সেনগুপ্তও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খুশির খবরটি শেয়ার করেন। সারা ও জারা যে তাদের বাবা মা এর গর্ব হয়ে উঠেছে সেটা বার বার তাদের কাজের মাধ্যমে প্রমাণ করছেন। সৃজিত মুখার্জীর 'উমা' সিনেমায় মুখ্য চরিত্র ছিল যিশুর বড় মেয়ে সারার পাশাপাশি ছোট্ট একটি চরিত্রে  জারাও অভিনয় করেছে। ‘উমা’ সিনেমাটি নিয়ে যীশুর খুব আশা ছিল যে সিনেমাটি হিট হবে, মেয়ে তার বাবার মুখ রাখবেন  এবং দুই মেয়ে ঠিক সেটাই প্রমাণ করেছে। খেলাধুলার পাশাপাশি তারা দুজনে পড়াশোনাতেও খুব মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। শিক্ষকদের মত অনুযায়ী তারা স্কুলের নামও উজ্জ্বল করেছে।

শুধু তাই নয় কবি শ্রীজাত বন্ধ্যোপাধ্যায় যীশুর কন্যা জারার উদ্দেশ্যে একটি কবিতাও নাকি উপহার দেন, এই খবরটি নিলাঞ্জনা সেনগুপ্ত শেয়ার করেন এবং তার জন্য শ্রীজাতকে ধন্যবাদও বলেন, তাঁর জন্যেই জারার আজ বাংলায় এত উন্নতি।
যীশু সেনগুপ্ত সিনেমা ছাড়াও অনেক দুস্থদের সাহায্য করেছেন এই করোনার সময়, অনেক ক্যাম্প খুলেছিলেন , যেখানে বিনামুল্যে কোভিড সংক্রান্ত পরিষেবা ও কোভিড আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলেন্ডার পাওয়ার ব্যাবস্থা তিনি করেছিলেন। তাই হয়তো ভগবানও আজ ওনার সহায়।  
আবার কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ও সোলাঙ্কি রায়, গৌরব চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘বাবা বেবি ও’। যেটি এখন বক্স অফিস কাঁপাচ্ছে। শুধু তাই নয়, এই সিনেমা রিলিজ হওয়ার আগে বাবা বেবি ও'র গান 'এই মায়াবী চাঁদের রাতে' এককথায় সুপারহিট গান হিসেবে সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছে। মাত্র কয়েকদিনেই গানের ভিউয়ার সংখ্যা মিলিয়নের কোটায় গিয়েছে। ঘরোয়া সমাজবদ্ধ অন্য ধাঁচের এই ছবিটি ইতিমধ্যেই কোটি টাকার অঙ্ক তুলে নিয়েছে। আবার সামনেই যীশু সেনগুপ্তের কিছু তেলেগু ছবির প্রকল্পও রয়েছে, সব মিলিয়ে তাঁর পারিবারিক জীবন ও কেরিয়ার দুটোই খুব ভালো কাটছে। আশা করা যায় এভাবেই ওনার জীবন সুখে এগিয়ে যাক।  

Journalist Name : Nabanita Maity

Tags:

Related News