ব্যাঙ্গালোরকে হারিয়ে হায়দ্রাবাদ আইএসএল এর লিগ টেবিলে এক নম্বরে স্থান দৃঢ় করল

banner

#Pravati Sangbad Digital Desk:

একের পর এক ম্যাচ জিতে লিগ টেবিলে এক নম্বর স্থান দৃঢ় করে চলেছে হায়দরাবাদ এফসি। গতকাল গোয়ার অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ব্যাঙ্গালোর এফসি বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ। যত ফাইনালের দিকে এগোচ্ছে ততোই হায়দ্রাবাদ অপ্রতিরোধ্য হয়ে উঠছে, তাদের খোঁজ প্রতিনিয়ত নতুন নতুন চমক দিচ্ছে তাদের বিপক্ষকে। অপরদিকে ব্যাঙ্গালোর গত কালকের ম্যাচটা জিততে পারলে তারা লীগ টেবিলের দুই নম্বর স্থানে পৌঁছাতে পারতো, কিন্তু ব্যাঙ্গালোরের কোচ হায়দ্রাবাদের খেলা কোনো রকমে ধরতে পারেনি। প্রথমার্ধেই হায়দ্রাবাদ দুই গোল দিয়ে তাদের জয় সংরক্ষিত করে নেয়। শুধুমাত্র ম্যাচের শেষ দিকে ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন সুনীল ছেত্রী একটি গোল প্রদান করেন, তাতে কাজের কাজ কিছুই হয়নি। ব্যাঙ্গালোর এফসির কোচ মার্কো পেজ্জাইউলিও তার দলকে ৪-৩-৩ ছকে সাজিয়েছিল, তাদের দলে ডিফেন্সে ছিল অ্যালান, পরাগ, নাওড়েম সিং, প্রতিক চৌধুরী মিডফিল্ডে ছিলেন সুরেশ সিং, এডগার, ড্যানিশ ফারুক ভাট ও আক্রমণে ছিলেন সেলিটন সিলভা, ইবারা ও সুনীল ছেত্রী।
হায়দ্রাবাদ এফসির মনালো মার্কেজ ৪-২-৩-১ ছকে সাজিয়েছিল। তারা আজকের ম্যাচটি জিততে সফল হয়েছে জাও ভিক্টরের জন্যই এবং ৩ পয়েন্ট ঘরে তুলতে সফল হয়েছেন। আজ গোলকিপার কাট্টিমানি, ডিফেন্ডার আকাশ মিশ্র, যুয়ানান, তামাং, মিডফিল্ডে জাও ভিক্টর, সৌভিক চক্রবর্তী, দানু, নিখিল পূজারী ও সেকেন্ড স্ট্রাইকার হিসাবে ছিলেন অগবেছে, আক্রমণে ছিলেন জাভিয়ের সিভেরিও।

প্রথমার্ধে খেলার শুরু থেকে হায়দ্রাবাদের কোচ মনালো মার্কেজ তাদের দলকে পুরনো ছকে সাজালেও নতুন ট্যাকটিস নিয়ে মাঠে আসেন. অগবেছেকে স্ট্রাইকারে না রেখে সেকেন্ড স্ট্রাইকারে রাখেন ও জাভিয়ের সিভেরিওকে স্ট্রাইকার রেখে খেলা শুরু করেন। প্রথম থেকেই হায়দ্রাবাদ অপ্রতিরোধ্য ছিল ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রায় ১৬ মিনিটের মাথায় কাউন্টার এটাকের মাধ্যমে প্রথম গোল দেন। যার সাহায্যে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের থেকে এক গোলে এগিয়ে যায়। ব্যাঙ্গালোরের ডিফেন্স এই ক্ষেত্রে কিছুটা হলেও পিছিয়ে ছিল, ব্যাঙ্গালোরকে ফাইনাল পর্যন্ত যেতে হলে তাদের ডিফেন্সকে সবার আগে সঠিক করতে হবে, মরশুম মাঝে তাদের আক্রমণ এবং মিডফিল্ড সঠিকভাবে খেললেও ডিফেন্স নিয়ে সমস্যা রয়েই যাচ্ছে। ৩০ মিনিটে ব্যাঙ্গালোর আরো একটি গোল হজম করে যা হায়দ্রাবাদের যাও ভিক্টর অত্যন্ত কৌশলের মাধ্যমে প্রদান করেন সব মিলিয়ে হায়দ্রাবাদ ২-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের খেলায় হায়দ্রাবাদ তাদের ডিফেন্সকে মজবুত করে মাঠে নামে, তার সাথে সাথে আক্রমণ করলেও ব্যাঙ্গালোরের গোলকিপার গুরুপ্রীত সিং সান্ধুর কারণে ব্যাঙ্গালোরকে কোনো গোল হজম করতে হয়নি। সবশেষে ৮৭ মিনিটে সুনীল ছেত্রী একটি গোল করলেও তা তাদের লীগ টেবিলের স্থান পরিবর্তন করতে সাহায্য করেনি। দিনশেষে ম্যাচের স্কোর দাঁড়ায় হায়দ্রাবাদ ২ ও ব্যাঙ্গালোর ১।

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News