করোনা বিধি মেনে রাজ্যে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচী

banner

#Pravati Sangbad Digital Desk:

শুরু হওয়ার কথা ছিল আগেই, কিন্তু বাঁধ সেজেছিল করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন। তাই স্বাস্থ্য বিধি অনুসারে স্থগিত হয়েছিল দুয়ারে সরকার প্রকল্প, সেই সাথে পিছিয়ে গিয়েছিলো রাজ্যে ৪ পুরো নিগমের ভোট, গত ১২ই ফেব্রুয়ারি রাজ্যে ৪ পুরো নিগমে ভোট পর্ব শেষ হয়েছে, তার পরেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল বিমান বন্দরে সাংবাদিকদের মুখমুখি হয়ে তিনি বলেন, আজ থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচী, এতদিন তা কোভিডের বাড়াবাড়ির জন্য বন্ধ ছিল।  কাল ১৫ই ফেব্রুয়ারি থেকে প্রায় ১ মাস অর্থাৎ ১৫ই মার্চ পর্যন্ত চলবে দুয়ারে সরকার কর্মসূচী, যাতে মানুষ একদিনে ভিড় না করেন। 
৩ দিনের শিলিগুড়ি সফরে যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। এই বছরের দুয়ারে সরকার প্রকল্পে ২৪টি ভিন্ন ভিন্ন পরিষেবা পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রি, রুপশ্রি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ১০০ দিনের কাজ ইত্যাদি, তাছাড়া এই বছরের নতুন সংযোজন হল, মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড, রাজ্যের তাঁত শিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, প্রাণী বিকাশ কর্মীদের জন্য ক্রেডিট কার্ড। ইতিমধ্যেই ১লা ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে দুয়ারে সমাধান প্রকল্প। ২০২১ সালের বিধানসভা ভোটের আগেই রাজ্যের তরফ থেকে দুয়ারে সরকার প্রকল্প শুরু করা হয়েছিল, আর তাতেই ভোটের ফলাফলে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে মত অনেকেরই, সেই সাথে রাজ্যের কয়েক লক্ষ মানুষ উপকৃতও হয়েছে এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে।

সেই সাথে ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য এই বিশেষ ক্রেডিট কার্ড চালু করেছিলো রাজ্য সরকার, যার গ্যারেন্টার হয়েছে স্বয়ং রাজ্য সরকার। এই বছর দুয়ারে দরকার প্রকল্পের আরও একটি সংযোজন হল রাজ্যের কৃষকদের জন্য ক্রেডিট কার্ড। 
তবে রাজ্যে সামনেই পুরসভা ভোট, ঠিক তার আগেই দুয়ারে সরকার কর্মসূচীতে নির্বাচনের বিধি ভঙ্গ হবে কিনা সেই দিকে সবার প্রশ্ন থাকছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দুয়ারে সরকার একটি সরকারি প্রকল্প, কিন্তু সেই খানে কোন ভাবেই কোন রকম রাজনৈতিক প্রচার চালানো যাবে না, রাখা যাবে না কোন মন্ত্রীর ফটো বা পোস্টার, সেই সাথে দুয়ারে সরকার শিবিরে কোন রাজনৈতিক ব্যাক্তির বা কর্মীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News