#RAJPUR-SONARPUR:
ফিরদৌসী বেগম অনেকদিন ধরেই রাজনীতিতে আছেন। তিনি রাজপুর-সোনারপুর উত্তর পৌরসভা কেন্দ্রের বিধায়িকা। তিনি ২০১১ সাল থেকে এই পদে কাজ করে চলেছেন। সেখানকার এলাকাবাসীর ভালবাসায় তিনি বারবার জয়ী হয়েছেন। উন্নয়নমূলক কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করায় তিনি আমাদের জানান যে- “আমাদের জলের যে প্রকল্পটা চলছে, তার সেকেন্ড ফেস চলছে। ফার্স্ট ফেসের ৯৫% কাজ হয়ে গেছে, সেকেন্ড ফেস অন দ্য ওয়ে, থার্ড ফেস কমপ্লিট করা। আর এটা প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া হবে। আর নিকাশি ব্যবস্থা, নিকাশি ব্যবস্থার জন্য ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি যেটা মিউনিসিপ্যালিটি থেকে পঞ্চায়েতের মধ্যে ভাগ হবে। অলরেডি তাদের সাইট ভিসিট হয়ে গেছে। শর্ট ফেস, মিড ফেস, লং ফেস এই ধরে ধরে করছে। ভোটটা না হলে এটা এতদিনে শুরু হয়ে যেত অথবা জুন-জুলাই মাস থেকে শুরু হয়ে যেত। রাজপুর-সোনারপুর পৌরসভায় ১০০% মানুষের ফার্স্ট ডোজ হয়ে গেছে আর ৮০% মানুষদের সেকেন্ড ডোজ হয়ে গেছে ঠিক আছে; আর যাদের বাকি আছে তাদের ডেট আসে নি বলে হচ্ছে না।
১৪ থেকে ১৮ বছরের বাচ্ছাদের সেকেন্ড ডোজ কমপ্লিটের পথে। আপনি এখানে এমন একজনকেও দেখাতে পারবেন না যে সেকেন্ড ডোজ না নিয়ে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, নিট পরীক্ষা দেবে না। আমরা সব জায়গা স্যানিটাইজেশন করিয়েছি। মাঝখানে ওমিক্রন এসছিল। আর এটা কম ইনফেক্টেড, তাই এবারে আমরা কম মানুষজনদের হারিয়েছি। আর দেখুন, পৃথিবী থাকবে, রোগও থাকবে আর তার প্রতিকারও থাকবে। মেডিকেল সাইন্স নিত্যনতুন আবিষ্কারও করবে, তবে ওয়েট করতে হবে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তবে সতর্ক থাকতে হবে। তাছাড়া ভোট কেন্দ্রে মাস্ক ছাড়া অ্যালাও নেই।" গোষ্ঠীদন্ধ নিয়ে তিনি জানান তাদের দলের মধ্যে কোন গোষ্ঠীদন্ধ নেই। তারা সকলে একত্র হয়ে কাজ করেন এবং ভবিষ্যতেও কাজ করব। বিরোধী দল নিয়ে বলেন, তারা অনেক রকম কথা বলেন কিন্তু সেগুলি সত্যি কিনা সেটা মানুষই বিচার করবেন। এছাড়া, তিনি সকল সাধারণ নাগরিকদের উদ্দেশ্যেও বলেন সবাই যেন সবদিক বিবেক-বিবেচনা করে নিজেদের সঠিক সিদ্ধান্তে উপনীত হন।