"মানুষ উন্নয়নকে ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করার জন্য ..."- অপর্ণা মৌলিক

banner

# Eclusive Candid Interview:

পৌরসভা ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, গত ডিসেম্বরেই কোলকাতা পৌরসভার ভোট পর্ব শেষ হয়েছে, বিপুল ভোটে জয় লাভ করেছে ঘাসফুল শিবির। তারপরেই ভোট হওয়ার কথা ছিল রাজ্যের ৪ পুরো নিগমে, কিন্তু আবারো কোভিড মাথা চাড়া দেওয়ায়, খানিকটা পিছিয়ে গত ১২ই ফেব্রুয়ারি শেষ হলো ভোট । রাজ্যের ৪ পুরো নিগমের ফলাফল ইতিমধ্যেই সামনে এসেছে, আর তাতে জয়ী তৃণমূল কংগ্রেস, তবে তৃণমূলের বিরোধী পক্ষ হিসাবে আবার পুনরুত্থান ঘটছে সিপিআইএম ও কংগ্রেস এর। তার মধ্যেই আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের বাকি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেই ব্যস্ততার মধ্যে বরানগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্রীমতি অপর্ণা মৌলিক এর সাথে সাক্ষাতের মাধ্যমে তাঁর এই ভোট প্রসঙ্গে কিছু কথা বলে নেওয়া হলো।

সবার প্রথমে তিনি তার রাজনৈতিক জীবন সম্বন্ধে বলেন, তিনি বলেন তিনি প্রথমে যুক্ত ছিলেন উকিল হিসাবে এবং পরবর্তীতে তিনি ওয়ার্ডের রাজনীতি এবং সবশেষে বর্তমান পরিস্থিতিতে বরানগর পৌরসভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তার সাথে তিনি বলেন রাজনীতিতে আসার তাঁর একমাত্র পথপ্রদর্শক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপরে ভোটযুদ্ধ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়। বলা হয় ২০২২ সালে হয়ে যাওয়া গত ৪ পৌরসভা ভোটের ফলাফলে দেখা যায় সিপিএম এবং কংগ্রেস আবারো ফিরে আসার চেষ্টা করছে, তা নিয়ে ওনার মত কী ? তিনি বলেন, "আমাদের গণতান্ত্রিক দেশ বহু দলের রাজনীতি এখানে হয়, ব্যালটই হয়তো অনেকেরই নাম থাকবে কিন্তু নিত্যনৈমিত্তিক দিনে সুবিধা-অসুবিধা ইত্যাদি সম্মুখীন করার জন্য একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে অন্যান্য দলগুলো কখনোই সেখানে থাকেন না, তৃণমূলই সব সময় ৩৬৫×২৪ দিনই তৃণমূল কংগ্রেস থাকে ও এখানে দল বলতে তৃণমূল কংগ্রেসই আছে।"

 রেড ভলেন্টিয়ারদের দাবি কোভিডের সময় শাসকদলের থেকে তারা বেশি সক্রিয় ছিল, এই প্রসঙ্গে তিনি বলেন "সম্পূর্ণ ভ্রান্ত কথা, মানুষ জানে কারা সক্রিয় ছিল এবং কারা সক্রিয় ছিল না, তাদেরকে আমরা বাইনোকুলার দিয়েও চোখে দেখতে পাইনা।" এবারের ভোটে তিনি এবং তৃণমূল কংগ্রেস কতটা আশাবাদী বরানগর পৌরসভা ভোট নিয়ে তার উত্তরে তিনি বলেন "কোন বিরোধীদের সাথে আমাদের মোকাবিলা করার কিছু নেই, আমরা সারা বছর পরিষেবা দিয়েছি, মানুষ সবটাই জানেন ও মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো এনেছেন তার বাস্তবায়ন করেছেন ও তার সাথে সাথে আমাদের দলীয় কর্মীরা এবং সহ-কর্মীরা যেভাবে গ্রাস রুট লেভেল থেকে কাজ করেছে তারপর জনগণ উন্নয়নকে ভোট দেবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করার জন্য ভোটটি দেবেন।"
পরবর্তীতে বরানগর পৌরসভার চেয়ারম্যান পদের পর তার লক্ষ্য কী বিধানসভা তা জানতে চাইলে তিনি বলেন "এইগুলো তো আমরা ঠিক করি না, ঠিক করে দল, দল যেখানে মনে করবে আমাকে দরকার এবং আমি সেখানেই কাজ করব।"

 বরানগর পৌরসভা ভোটে জয়ী হওয়ার পর তিনি নতুনভাবে আর কি কি কাজ করতে চান তার উত্তরে তিনি বলেন, "বড় বড় যেসব সমস্যা আছে যেমন পানীও জল, নিত্তনৈমিত্তিক দিনের স্বাস্থ্যপরিসেবা কে সঠিকভাবে চালনা করার চেষ্টা, রাস্তাঘাট, পার্ক ইত্যাদিতে আলো এবং সবুজায়ন করা ও প্রকৃতি পরিবেশ রক্ষা সবকিছুতেই আমার নজর দেব।"
পরিবহন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন "পরিবহন নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় বিটি রোডে আরো বেশি করে পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে পরিবহন নিয়ে কোন অসুবিধা থাকার কথা নয়।"
সব রকমের কথা বলে এটাই জানা গেল তিনি এবারের তাঁর জয় নিয়ে যথেষ্ট আশাবাদী, গত বছর গুলির মতো করেই এ বছরও ১৫ নম্বর ওয়ার্ডের মানুষেরা ওনার উপর ভরসা রাখবেন, তারই স্পষ্ট চিত্র দেখা গেলো।

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News