পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ দল

banner

#Exclusive Candid Interview:

প্রভাতী সংবাদের টিম ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন অ্যাডমিনিস্ট্রেটিভ তথা ১২ নং ওয়ার্ডের প্রার্থী প্রণব দাস মহাশয়ের সাথে আলাপচারিতায় জানতে পারলো উনি কংগ্রেস ঘরানাতে মানুষ হয়েছেন। উনার বাবা, ঠাকুরদা কংগ্রেস করতেন। তাদের মাধ্যমে উনি ১৯৬৭-৬৮ সালে রাজনীতিতে এসেছেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার জন্য।
ডায়মন্ড হারবারের প্রাক্তন এমএলএ ডৌরোরারি শেখকে উনি রাজনীতির গুরু মনে করেন। পরবর্তীকালে ওনার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে বেশি করে রাজনীতি করছেন। আর বর্তমানে ডায়মন্ড হারবারের সাংসদ আভিষেক বন্দ্যোপাধ্যায় এর আদর্শে অনুপ্রানিত হয়ে আরও বেশি কাজ করছেন। তার কথায়, মানুষকে সেবা করার মন্ত্র নিয়ে, মানুষকে উপকার করার মন্ত্র নিয়ে বেশি করে রাজনীতি করছেন।

তিনি তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে জানান, অনেক আগে থেকেই কংগ্রেস করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের যে মূল মন্ত্র তিনি এবং তাদের সকলে সেই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কাজ করছেন। তিনি বলেন, রাজনীতিতে ভাঙ্গা-গড়ার খেলা থাকে, উত্থান পতনও থাকে যেমন ৩৪ বছর ধরে সিপিএম রাজত্ব করে এসেছে, তখন তাদের অত্যাচার সহ্য করতে হয়েছে মানুষকে। কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস একটা গুরুত্বপুর্ণ দল।  
তিনি আমাদের সাক্ষাৎকারে জানান, এই নির্বাচন নিয়ে তারা পুরোটাই আশাবাদী। যেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রয়েছেন সেখানে তাদের আর চিন্তার আর কোনো কারণ নেই। 

এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রণব দাস মহাশয় জানান, তারা এবার ক্ষমতায় আসার পর এলাকাবাসীর জন্য প্রথমে জল নিকাশি ব্যবস্থা উন্নত করবেন। তারা এই কাজের জন্য মাস্টার প্ল্যান করেছেন, কিছুদিনের মধ্যে সেই কাজ শুরু হবে। দ্বিতীয়ত, রাস্তাগুলো আরও চওড়া করার কথা চলছে, অ্যাম্বুলেন্সগুলো যাতে বাড়ির সামনে  পৌঁছে যায়। তৃতীয়ত, ডায়মন্ড হারবার অধিবাসীদের জন্য একটি অডিটোরিয়াম তৈরি করবেন। যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হবে যেমন নাচ,গান,আবৃতি,নাটক করতে পারবে। এছাড়া একটি ইন্ডোরস্টেডিয়াম তৈরি করবেন যেখানে ছেলে-মেয়েরা বাস্কেট বল, ক্যারাম খেলা ইত্যাদি ইন্ডোর খেলা গুলি হবে। তাদের আরও ইচ্ছা ডায়মন্ড হারবার পৌরসভাকে হোয়াটস্অ্যাপের মাধ্যমে আনা, যাতে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করা যায়।
তিনি গোষ্ঠীদ্বন্ধ সম্পর্কে বলেন, ডায়মন্ড হারবারে কোন গোষ্ঠীদন্ধ নেই। তাদের টাউন প্রেসেডেন্ট অমিত শাহ্ আছেন, তাঁর নেতৃত্বে দলের সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।
তিনি এলাকাবাসীর উদ্যেশ্যে শান্তির বার্তা দিলেন। আরও জানান ডায়মন্ড হারবারের মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করছেন এবং আগামীদিনেও শান্তিতে বসবাস করবেন। 

Journalist Name : Aditi sarker

Tags:

Related News