কৃষ্ণা চক্রবর্তীর হাতেই বিধাননগরের দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে ৪ পুরোনিগমে ভোট হওয়ার কথা ছিল গত জানুয়ারি মাসে, কিন্তু করোনা অতিমারি পরিস্থিতিতে তা হয়ে ওঠেনি। অবশেষে ১২ই ফেব্রুয়ারি রাজ্যের ৪ পুরোনিগমে ভোট পর্ব শেষ হয়েছে। ২০২১ বিধানসভা ভোটের মতোই সবুজ ঝড় বয়ে গেছে রাজ্য জুড়ে, এখন বাকি রাজ্যের ১০৮টি পৌরসভা ভোট, আগামী ২৭শে ফেব্রুয়ারি হতে চলেছে ভোট গ্রহণ। তবে ইতিমধ্যেই রাজ্যের অনেক পৌরসভাতেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। এদিন ভোটের ফলাফল ঘোষণা হতে না হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি পুরোনিগমের মেয়র পদে গৌতম দেবের নাম ঘোষণা করেছেন, তার সাথেই রাজ্যের বাকি পুরো নিগমের মেয়র ঘোষণা করেছেন ফিরাদ হাকিম। এদিন তিনি বলেন বিধাননগর পুরো নিগমের দায়িত্ব দেওয়া হল কৃষ্ণা চক্রবর্তীকে, অর্থাৎ বিধাননগর পুরো নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাছাড়া আসানসোল পুরো নিগমে এক সাথে ২ জনকে ডেপুটি মেয়র করা হয়েছে আর চন্দননগর পুরো নিগমের মেয়র হলেন রাম চক্রবর্তী। ২০১৯ সালে লোকসভা ভোটের আগেই তৎকালীন মেয়র সব্যসাচী দত্ত গেরুয়া শিবিরে যোগ দেন, সেই সাথে মেয়র পদ থেকেও ইস্তফা দেন। ঠিক সেই সময় বিধাননগর পুরো নিগমের দায়িত্ব ভার সামলে ছিলেন কৃষ্ণা চক্রবর্তী, শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের ছায়া সঙ্গী তিনিই। আর আস্থা ভাজনের ওপরেই এবার বিধাননগর পুরো নিগমের ভার দিলেন তিনি।

২০২১ সালেরে বিধানসভা নির্বাচনে সুজিত বসুর কাছে হেরে যাওয়ার পরে ফের সব্যসাচী দত্ত তৃণমূলে যোগ দেন, পুরোভোটে তৃণমূলের টিকিটে লড়েন তিনি। তবে এবার আর মেয়রের পদ নয়, সব্যসাচী দত্তের হাতে এবার চেয়ারম্যানের পদ। চেয়ারম্যান পদ পাওয়ার পর তিনি জানিয়েছেন, “দল যা দিয়েছে তাই মাথা পেতে নেব, এক সাথে উন্নয়নের লক্ষ্যে কাজ করব”।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News