আবারও ক্রিকেটার হিসেবে রুপোলি পর্দায় শ্রেয়স , হতে চলেছেন প্রবীণ তাম্বে

banner

#Pravati Sangbad Digital Desk:

২০০৫ সালে নাগেশ কুকুনুর এর ছবিতে তাকে দেখা গিয়েছিল ' ইকবাল' হিসাবে । এরপর কেটে  গিয়েছে অনেকগুলো বছর ; দেশের ক্রিকেটার হওয়ার স্বপ্নদেখা সেই ইকবাল আবার আসতে চলেছেন ক্রিকেট মাঠে ; এবারে শ্রেয়স তালপাড়ে অভিনয় করতে  চলেছেন ভারতীয় ক্রিকেটার প্রবীণ তাম্বের চরিত্রে । বর্তমানে যিনি ৪১ বছর বয়সেও দাপিয়ে চলেছেন ক্রিকেট সাম্রাজ্য ।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শ্রেয়স জানিয়েছেন, ‘১৭ বছর পরে আবার এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের। পর্দায় প্রবীণ তাম্বের ভূমিকায় অভিনয় করতে পেরে খুবই গর্ব বোধ হয়েছে। যে গল্প আমায় শোনানো হয়েছিল, সেটি শুনেই দারুণ লাগে। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই এই ছবিতে অভিনয় করতে।’
নেটমাধ্যমে ইতিমধ্যে মুক্তি পাওয়া ছবির পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন , 'ইকবাল ছবির সতেরো বছর পর ফের কোনও ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে আমাকে। পর্দায় প্রবীণ তাম্বেকে ফুটিয়ে তুলতে পারা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের। যে গল্প আমাকে শোনানো হয়েছে, তা পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে সারাজীবনের সেরা সুযোগ। ছবির প্রতিটা মুহূর্ত আমি শুধু উপভোগই করিনি, ভালোবেসেছি। 

বুটরুম স্পোর্টস এবং ফক্স স্টার স্টুডিওজের কাছে আমি এর জন্য কৃতজ্ঞ থাকব সারাজীবন। অত্যন্ত প্রতিভাবান পরিচালক জয়প্রদ আমাকে এই চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।'
তবে তার বায়োপিক নির্মাণে নিজে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রবীণ । তিনি বলেন  এই সিনেমাটি দেখে তিনি নিশ্চিত যে অনেক মানুষ প্রেরণা পাবেন । 
প্রসঙ্গত উল্লেখ্য যে শ্রেয়স ছাড়াও এই ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশিস বিদ্যার্থী প্রমুখ ।

Journalist Name : Avijit Das

Tags:

Related News