Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

ইস্টবেঙ্গলের ময়দান ছেড়ে চেন্নাই পাড়ি দিলেন সৌরভ দাস

banner

#Pravati Sangbad Digital Desk:

আই এস এল এর ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নন সমর্থকরা। এবছরও লীগ টেবিলে সবার শেষে অবস্থান করছে লাল-হলুদ ব্রিগেড। তবে এই পারফরম্যান্সের পিছনের খতিয়ান বিবেচনা করলে দেখা যাবে ইস্টবেঙ্গলকে তার সেই চিরাচরিত 'মাঝমাঠ'ই ভুগিয়েছে। প্রথম সিজনে মিডফিল্ডে ভরসা জোগালেও এবারের সিজনে চোটের জন্য খুব বেশি সুযোগ পাননি মিডফিল্ডার সৌরভ দাস; দেখতে গেলে কিছু ম্যাচে সুযোগ পেয়েও কিছু করে উঠতে পারেননি তিনি। তবে কিছু করে উঠতে না পারলেও দলবদলের মরসুমে একটা ভালো দলেই নিজেকে চুক্তিবদ্ধ করলেন তিনি। আগামী দুই মরসুমের জন্য ২০২৪ সালের মে মাস পর্যন্ত তার সাথে চুক্তি সারলো চেন্নাইয়ন এফসি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২১ সালে তাকে লোনে দল থেকে নেয় এফসি ইস্টবেঙ্গেল। ২০১৮-১৯ সালের আই এস এল মরসুমে তার চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য মুম্বাই সিটি এফসির নজরে আসেন সৌরভ দাস। কিছুসময় মুম্বাই কাটালেও শীতকালীন ট্রান্সফারের সময় লোনে তাকে দলে নেয় লাল হলুদ ব্রিগেড ।

২৫ বছরের মিডফিল্ডার সৌরভকে অনেক সুযোগই দিয়েছিল  ইস্টবেঙ্গল। গত মরসুমে তাঁর ফুটবল নজর কেড়েছিল আইএসএলে। কিন্তু সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ না করতে পারে তাকে ছাড়তে বাধ্য হয় লাল হলুদ দল। এর আগে ইস্টবেঙ্গল অমরজিত সিং কিয়াম, শুভ ঘোষ, আদিল খান, জ্যাকিচাঁদ সিং, রোমিও ফার্নান্ডেজ, হীরা মণ্ডল ও অরিন্দম ভর্টাচার্যের মতো ফুটবলারকে নিয়েছে দলে। সৌরভের বাড়িতে এখন আবার উৎসব। যা বেশিরভাগ বাঙালি বাড়িতে হয়েই থাকে। কিন্তু তিনি ভালো খেলে তার বাড়ি ও প্রতিটি চেন্নাই সমর্থকদের ঘরে উৎসব বজায় রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার।

Journalist Name : Avijit Das

Tags:

Related News