পাঞ্জাবে সরকার গড়তে প্রস্তুত আপ, অন্যদিকে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দ্বিধায় বিজেপি

banner

#Pravati Sangbad Digital Desk:

গত ১০ই মার্চ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে, পাঞ্জাব বাদে বাকি ৪ রাজ্যে জয় লাভ করেছে গেরুয়া শিবির, যার মধ্যে উত্তরপ্রদেশ কেন্দ্রে বিশাল মার্জিনে এগিয়ে বিজেপি। যোগী আদিত্যনাথ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু অন্যদিকে উত্তরাখণ্ড এবং মণিপুরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় জনতা পার্টি। জানা গিয়েছে উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি নিজে পিছিয়ে রয়েছেন, আবার মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী এন বিরেন সিং মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও, এই বিধানসভা নির্বাচনে আরও অনেক মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য প্রার্থী ভোটে জিতেছেন, ফলে স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের অন্দরের শুরু হয়েছে জল্পনা। 
জানা গিয়েছে শুক্রবার যোগী আদিত্যনাথ তার মন্ত্রীসভার শেষ বৈঠক করেন, তারপর তিনি ইস্তফা পত্র জমা দেন রাজ্যপালের কাছে। সামনেই হলি, যদিও তার আগেই উত্তরপ্রদেশের মানুষ মেতেছেন গেরুয়া আবির খেলাই, তবে জানা হিয়েছে হলির পরেই যোগী আদিত্যনাথ তার নতুন মন্ত্রী সভার সাথে শপথ গ্রহণ করবেন, তবে এই মন্ত্রিসভাই আগের অনেক মন্ত্রিকে হয়তো নাও দেখা যেতে পারে। অন্যদিকে প্রথম বারের মতো গোয়া বিধানসভা ভোটে লড়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু ধোপে টেকেনি গেরুয়া ঝরের কাছে, ইতিমধ্যেই জানা গিয়েছে গোয়াতে তৃণমূলের সমর্থক মহারাষ্ট্রবাদি গোমন্তক পার্টি বিজেপিকে সরকার গড়তে সমর্থন দিয়েছে, তাছাড়া জয়ী নির্দল প্রার্থী এবং এমজিপির বেশ কিছু বিধায়ক বিজেপিকে সমর্থন জানিয়েছে।  

আবার উত্তরাখণ্ডে ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৭টি আসনে জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু তাতেও মুখ্যমন্ত্রী মুখ নিয়ে চিন্তায় গেরুয়া শিবির, তার কারণ বর্তমান মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি নিজেই পরাজিত হয়েছেন, ঠিক যেমন এই রাজ্যে বিধানসভা ভোটে হেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী পরে জিতেও ফেরেন তিনি। তবে উত্তরাখণ্ডের সিংহাসন পুষ্কর সিং ধামির হাতেই থাকবে নাকি অন্য কারোর হাতে যাবে তা নিয়ে মুখ খলেনি গেরুয়া শিবির। মণিপুরে বর্তমান মুখ্যমন্ত্রী এন বিরেন সিং পুনরায় মুখ্যমন্ত্রীর পদে থাকবেন না কি অন্য কেউ সিংহাসনে বসবেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। উত্তরাখণ্ড এবং মণিপুরে জয়ের পরেও বিজেপি যখন মুখ্যমন্ত্রী নির্বাচন করে উঠতে পারেনি, সেই সময় কিস্তিমাত করে ফেলেছে আম আদমি পার্টি, জানা পাঞ্জাবের ভাবি মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আগামী ১৬ই মার্চ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন, তার সাথে আজ পাঞ্জাবে আম আদমি পার্টির বিজয় মিছিলে উপস্থিত ছিলেন আপ এর সুপ্রিমো আরবিন্দ কেজরিওয়াল।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News