Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

ইনভেস্টার ইস্যুতে ঢাকাতে লাল হলুদ শিবির

banner

#Pravati Sangbad Digital Desk:

ইনভেস্টর ইস্যুতে বারবার ভুগছে লাল হলুদ শিবির। আই এস এল খেলার শুরুতে সমস্যার সমাধানে ত্রাতার ভূমিকায় আবির্ভুতা হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং। তবে ক্রমাগত খারাপ পারফরম্যান্সের কারণে শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া যে ভাঙছে তা একপ্রকার নিশ্চিত হয়েই বলা চলে । তাই নতুন বিনিয়োগকারী খোঁজার মাঝেই গত ২৪ফ্রেব্রুয়ারী কর্মকর্তারা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টার শেখ রাসেল এবং ক্রীড়াচক্রের চেয়ারম্যানের সায়েম সোহান আনভীরকে সস্ত্রীক সংবর্ধনা দিয়েছিলেন। এবং তার সাথেই জল্পনা  রটে  গিয়েছিল বাঙালি ফুটবলমহলে  যে হয়তো বসুন্ধরা সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলছে লাল হলুদ।
এবার সেই জল্পনা সত্যি করেই ঢাকাতে পৌঁছালেন লাল হলুদ কর্মকর্তারা ; এক সূত্র মারফত প্রকাশিত হয়ে যে সোমবার বিকেলে শেখ রাসেল ক্রীড়াপ্রতিনিধিদের সঙ্গে এক রাউন্ড দীর্ঘ আড়াই ঘন্টার বক্তৃতা সেরেছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ মিটিং এর পর আরও দুটি মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সূত্রের খবর অনুসারে লাল হলুদ এর এই ঢাকা সফর  আশানুরুপই হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য যে বিগত দু-মরসুম ধরে ইস্টবেঙ্গলকে বিনিয়োগ করে আসছে শ্রী সিমেন্ট। কিন্তু লাল হলুদ শিবিরের হতাশাজনক পারফরম্যান্স তাদেরকেও নিরাশ করেছে। 

তবে আগামী মরসুম শ্রী সিমেন্টস লাল হলুদের সাথে জুড়ে না থাকলেও লাল হলুদ জুড়ে থাকবে আসন্ন কলকাতা লীগ , ডুরান্ড কাপ , এবং আইএফএ শিল্ড কাপের সাথে । এক সাক্ষাৎকারে শ্রী সিমেন্টেসের এমডি হরিমোহন বাঙ্গুর যদিও জানিয়েছেন তারা ইস্টবেঙ্গলের সাথেই জুড়ে থাকতে চান। তবে তার সাথে কিছু শর্তও নাকি দাবি করেছেন। তবে সবশেষে বলাই যায় যে ঢাকা বৈঠকই হয়তো ইস্টবেঙ্গলের  ইনভেস্টর  জল্পনায় সিলমোহর ফেলবে।

Journalist Name : Avijit Das

Tags:

Related News