গত সেমিফাইনালে হারের বদলা নিতে চায় রিয়াল মাদ্রিদ

banner

#Pravati Sangbad Digital Desk:

গতবার চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। প্রথম লেগে ২-০ হার এবং দ্বিতীয় লেগে ড্র কার্যত সেমিফাইনাল থেকে ছিটকে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে, আর নেপথ্যে কারিগর ছিল চেলসি। কিন্তু কিছুদিন আগেই হ্যাটট্রিক করা বেঞ্জেমার দল এবারে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এবারে যেন মধুর প্রতিশোধ নিতেই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ।
একসময় রামোস ছিলেন, ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর টনি ক্রুস। তখন অবশ্য স্বর্ণ যুগ চলছিল রিয়ালের ইতিহাসে। আজ রামোস নেই , রোনাল্ডো নেই আবার ওদিকে আর এক নক্ষত্র মেসিও বার্সা ছেড়েছেন অনেক দিন হলো সুতরাং কিছুটা হলেও নিষ্প্রাণ চ্যাম্পিয়ন লীগের জৌলুস। তবে দল কেন্দ্রিক উত্তেজনা এখনো বাঁচিয়ে রেখেছে  এই লীগকে। তবে ই পি এল খেলা দল চেলসি যে সর্বশক্তি দিয়ে আবার ঝাঁপিয়ে পড়বে সেকথা বলার অপেক্ষা রাখে না । তাই একটা আলাদা উত্তেজনা অনুভব করতে শুরু করেছেন করিম বেঞ্জেমা, মার্কো এসেননসিওরা । আসলে রামোস - রোনাল্ডো খরায় একপ্রকার নিভে গিয়েছে হালা মাদ্রিদের ট্রফি আস্ফালন; তাই রিয়াল মাদ্রিদ সর্বশক্তি দিয়ে চাইছে ট্রফির আস্বাদ পেতে । 

তবে বেশ কিছুদিন আগে রেড ডেভিলসদের হারিয়ে উঠে আসা আতলেতিকো মাদ্রিদের সভাপতি এমরিকে সেরেজো জানিয়েছেন তারা রিয়ালের সঙ্গেই ফাইনাল খেলতে আশাবাদী । অর্থাৎ ফাইনাল প্রসঙ্গে তিনি মাদ্রিদ ডার্বিই চাইছেন । 
আর এদিকে জুভেন্টাসকে হারিয়ে শিরোনামে উঠে আসা ভিয়ারিয়ালের মুখেও কঠিন প্রতিদ্বন্দ্বীর কামড় । তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের সঙ্গে যারা শেষ ম্যাচে ৭-১ গোলেউড়িয়ে এসেছে সালজবুর্গ কে ।
কোয়াটার ফাইনাল 
১.চেলসি বনাম রিয়াল মাদ্রিদ ২.ম্যানচেস্টার সিটি বনাম আতলেতিকো মাদ্রিদ ৩.ভিযারিয়াল বনাম বায়ার্ন মিউনিখ ৪.বেনফিকা বনাম লিভারপুল
সেমিফাইনাল ১ বিজয়ী ম্যাচ ২ বনাম বিজয়ী ম্যাচ ১সেমিফাইনাল ২বিজয়ী ম্যাচ ৪ বনাম বিজয়ী ম্যাচ ৩

Journalist Name : Avijit Das

Tags:

Related News