রান্নার গ্যাস বুকিং করুন কিপ্যাড ফোনের মাধ্যমে

banner

#Pravati Sangbad Digital Desk:

রান্নার গ্যাস বুকিং এর জন্য লাগবে না ইন্টারনেট। ছুটতে হবে না করো সাইবারে বা কোনো গ্যাস অফিসে। বিনা ঝামেলায় এবার বাড়িতে বসেই রান্নার গ্যাস বুক করা যাবে। তাও ঘরে থাকা কিপ্যাড ফোনের মাধ্যমে। নির্বিধায় নিজস্ব কিপ্যাড ফোন ব্যবহার করেই এলপিজি গ্যাস বুক করুন। ইন্টারনেট ছাড়াই চলবে লেনদেন। সম্প্রতি কিপ্যাড ফোনে ইউপিআই পরিষেবা (ইউপিআই ১২৩ পে) চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন।
রানানের গ্যাস বুকিং এর দাম এবার সাধারণ ফোন থেকেই মেটাতে পারবেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের গ্রাহকরা। আল্ট্রাক্যাস টেকনোলজির সঙ্গে একত্রিত হয়েই এই ব্যবস্থা করা হয়েছে।
বিপিসিএল জানিয়েছেন, "সাধারণ ফোন থেকে গ্রাহকরা ০৮০৪৫১৬৩৫৫৪ নম্বরে ফোন করে নির্দিষ্ট নিয়ম মেনে সিলিন্ডার বুক করার পরে সেই পরিষেবাতেই ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষিতভাবে দাম মেটাতে পারবেন।" এসব ক্ষেত্রে ফোনে থাকা কল ভয়েস শুনেই কার্যকলাপ করতে হবে। এই পদ্ধতি চালু হলে গ্রামীণ এলাকাগুলিতে প্রায় চার কোটি মানুষ উপকৃত হবে বলেও মনে করা হচ্ছে। সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর সন্তোষ কুমার বলেছেন, "ভারতে এখুনও বহু মানুষ সাধারণ মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। কিন্তু বহুক্ষেত্রে নেট পরিষেবা থাকে না। এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে বাজারে আনার আগের এক মাসে তেরো হাজারেরও বেশি ভারত গ্যাসের গ্রাহক এক কোটি টাকার বেশি লেনদেন করেছেন। "
       এই ব্যবস্থা চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবে। এতে করে বিনা ঝামেলায় এক্সট্রা কোনো টাকা ব্যায় না করেই গ্রাহকরা টাকা জমা করতে পারবেন। 

Journalist Name : Sayani Chatterjee

Tags:

Related News