প্রিয় ক্লাব মহামেডানের খেলা উপভোগ করতে শহরে পাঠান

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ শহরে আসছেন পাঠান। না এখানে টুইটারট্রেন্ডিং 'পাঠান' সিনেমার 'পাঠান' বাংলার ব্র্যান্ড আম্বাসডার শাহরুখ খানের কথা বলা হচ্ছে না ;  তিনি বাস্তবের 'পাঠান', আমাদের সকলের প্রিয় অলরাউন্ডার ইরফান পাঠান। আজ তিনি প্রিয় ক্লাব মহামেডান স্পোর্টিং এর খেলা দেখতে  এ শহরে পা রাখছেন। এদিনই মহামেডান মুখোমুখি হচ্ছে কেঁকড়ে এফসির বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী মাঠে মেম্বার্স গ্যালারিতে বসে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তিনি পুরো ম্যাচটি উপভোগ করবেন। 
আসলে বেশ কিছুদিন আগেই সাদা কালো বাহিনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন তিনি। তাই বারবার কলকাতায় আসার ইচ্ছা প্রকাশ করছিলেন এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার, কিন্তু করোনার অতিমারীর প্রভাব সহ একাধিক কারণে তিলোত্তমার বুকে পা দেওয়া হয়ে উঠছিল না পাঠানের। অবশেষে আজ কালো শিবিরে পা পড়তে চলেছে দেশের অন্যতম শ্রেষ্ঠ এই অলরাউন্ডারের।
তবে তার সাধের ক্লাব চেয়েছিল মাঠে বসেই যেন তিনি খেলা উপভোগ করেন ; কিন্তু তার বিশেষ কিছু কারণের জন্য তা আর সম্ভবপর হয়ে ওঠেনি। সেই কারণেই মেম্বার্স গ্যালারিতে উপস্থিত থেকে দলের খেলার সাক্ষী থাকবেন তিনি। তবে শুধু খেলা দেখাই নয়, ম্যাচ শুরু হওয়ার আগে এক সাংবাদিক বৈঠকও করবেন বলে জানিয়েছেন তিনি। ক্রিকেটার হিসেবে এই ক্লাবে তিনি খেলেন ঠিকই কিন্তু ইরফান পাঠান ছোট থেকেই ফুটবল অন্তঃপ্রাণ ছিলেন, ভারতীয় ফুটবলে তিনি সব সময়ে সমর্থন করে এসেছেন মহমেডান স্পোর্টিংকে। সারা দেশ এবং গোটা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি মহমেডান সমর্থকের মতোই ইরফান একজন। এখনও সময় হলে মাঝে মধ্যে মহমেডানের খেলায় চোখ রাখেন পাঠান।

প্রসঙ্গত উল্লেখ্য যে দীর্ঘ চার দশকের খরা কাটিয়ে এ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ডুরান্ড কাপে রানার্স হয়ে সাদা-কালো ব্রিগডে। আই লিগেও শীর্ষ স্থান ধরে রেখেছে সাদা-কালো শিবির। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট শীর্ষ রয়েছে ব্ল্যাক প্যান্থার্স। তবে, শেষ ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে হারতে হয়েছে মহমেডানকে। ২-১ গোলে হেরতে হয়েছে কলকাতার লাল সরণির ক্লাবটিকে।
কেঁকড়ে এফসি'র বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরতে সমস্যা হওয়ার কথা নয় মহমেডানের। নতুন এই দল এখনও একটি ম্যাচেও জয় পায়নি। ৪ ম্যাচে তিনটিতে হেরেছে তারা। একটি ম্যাচে ড্র করেছে। লিগ তালিকার শেষে থাকা এই দলের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট তুলে আনার ক্ষেত্রে আত্মবিশ্বাসী সাদা-কালো টিম ম্যানেজমেন্ট।

Journalist Name : Avijit Das

Tags:

Related News