Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

এক পরিশ্রমী ম্যাজিশিয়ান

banner

#Pravati Sangbad Digital Desk:

ম্যানড্রেকের গল্প আমরা যারা পড়েছি বা ব্যাটম্যান কমিকসের জোকারের সাথে আমাদের যদি পরিচয় ঘটে থাকে  তাহলে 'ম্যাজিক' শব্দটার বাস্তব প্রয়োগের ঝলকানি অবশ্যই দেখে থাকব। চি চিং এর সেই আশ্চর্য ম্যাজিকের কথা মনে আছে ; স্বয়ং প্রফেসর শঙ্কু নিজেই যার ম্যাজিকের ধাঁধার গোলকে অভিভূত হয়ে গিয়েছিলেন। কিংবা ম্যাজিকের দুনিয়ায় আটকে পড়া রাজকুমারের বিস্ট তৈরি হওয়া থেকে অরুন-বরুন-কিরণমালার গল্প ; সবই আমাদের জানা। 
আজ যে ম্যাজিশিয়ানের কথা বলবো  তার ব্যাটিংয়ের ম্যাজিকে মজে আছে গোটা বিশ্ব। টিম ইন্ডিয়ার হয়ে যখন তার ব্যাট কথা বলে তখন ম্যাজিক শো এর মতোই দর্শকরা একদৃষ্টিতে চেয়ে থাকেন একের পর এক লং অন, মিড অফ এর উপর দিয়ে উড়ে যাওয়া বাউন্ডারি গুলোর দিকে। দিনের শেষে যখন কোনো লোয়ার অর্ডারের ব্যাটসম্যানকে সঙ্গী করে ম্যাচ জিতিয়ে ফেরেন আসমুদ্রহিমাচলে ঢেউ উঠে যায়, তৈরি হয় বিজয়ের সুনামি। এ যেন ম্যাজিশিয়ান নাকি ক্রিকেট দুনিয়ায় আস্তে চাননি, হ্যাঁ ঠিকই ধরেছেন। আজ কথা বলছি শ্রেয়স আইয়ারকে নিয়ে, যার মাঠের বাইরেও অসাধারণ ম্যাজিকের ট্রিক মুগ্ধ করে রাখে টিমের সকল প্লেয়ারদের। চলুন জেনে নিই আমাদের কলকাতা অধিনায়ক সম্পর্কে মজাদার কিছু তথ্য 
২০২০ সালে মুম্বইতে একটি অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেছিলেন এবং পেরেল এলাকায় অবস্থিত লোধা ওয়ার্ল্ড ক্রেস্টে একটি ২৬১৮বর্গফুট ইউনিট কিনেছিলেন। মুম্বই-তে জন্ম নেওয়া এই ব্যাটার অ্যাপার্টমেন্টের জন্য ১১.৮৫কোটি টাকা পরিশোধ করেছিলেন।

যার মধ্যে ২৪.৭লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি ছিল। শ্রেয়াস আইয়ার জুতা সংগ্রহ করতে পছন্দ করেন। শ্রেয়াস তাঁর বিলাসবহুল বাড়িতে হাই-এন্ড স্নিকার্সের জন্য আলাদা ক্যাবিনেট রেখেছেন। ক্রিকেটারদের জন্য ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। শ্রেয়াস আইয়ারের বাড়িতে একটি আলাদা জিম রয়েছে, যেখানে জিমের সঙ্গে সম্পর্কিত সমস্ত সরঞ্জাম এবং জিনিসপত্র রাখা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে শ্রেয়স আইপিএল-এ ৮৭ ম্যাচে ২৩৭৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১৬টি হাফ সেঞ্চুরি। ২৬ মার্চ আইপিএল-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে শ্রেয়সের কেকেআর। 

Journalist Name : Avijit Das

Tags:

Related News