এবার মেট্রো শিয়ালদহতেই

banner

#Pravati Sangbad Digital Desk:

ছোটো থেকে বড়ো আমরা সবাই জেনে এসছি সবথেকে ব্যস্ততম রেল স্টেশন এর নাম শিয়ালদহ। কিন্তু বর্তমানে সবার শিখরে অবস্থান করছে এই রেল স্টেশনটি। শোনা যাচ্ছে আগামী পয়লা বৈশাখেই মেট্রো স্টেশন চালু করতে পারে শিয়ালদহ। তৈরি হয়ে গেছে স্ক্রিন ডোর। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি, ঝকঝকে স্টেশন। কাজ চলছে অত্যন্ত দ্রুত গতিতে। জানা যায়, শিয়ালদহ মেট্রো চালু হলে সময়সীমা একটু বাড়তে পারে ইস্ট ওয়েস্ট মেট্রোর। সন্ধ্যে ৭ টায় চলে শেষ মেট্রো, প্রান্তিক স্টেশন থেকে। আর তাই যাত্রীদের কথা ভেবে লোকাল ট্রেন আরো এক ঘন্টা সময় বাড়াতে পারে, লাঘব হতে পরে কিছুটা ভিড়। সময় আরো কিছুটা এগোতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো। ভাড়া বদলও হতে পারে শিয়ালদহ স্টেশন থেকে। খবর সূত্রে, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২০ টাকা রাখা হবে বলেই জানা গেছে। এর মাঝে আর কোনো রকম ভাড়া থাকবে না। ৫ টাকার কোনো রকম টিকিট রাখা হবে না বলেও জানা যায়।  এছাড়া মেট্রোর সময় এগিয়ে আনা বা পিছিয়ে নিয়ে যাওয়ার জল্পনা এখন তুঙ্গে। লক্ষ পয়লা বৈশাখেই চালু হবে মেট্রো।

এখন সবটাই নির্ভর করছে সেফটি কমিশনার কী রিপোর্ট দেন তার উপর। অদল বদল হলেও সেটা সামান্য পর্যায়েই থাকবে, খুব বেশি বদলানো হবে না বলেই জানা যায়। আর তাই নববর্ষে মেট্রো চালু হলে খুব একটা সমস্যা হবে না এই আশা করা যায়। এও জানা যায় যে, কুড়ি মিনিট এর বদলে দশ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। তার কারণ সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি মেট্রো চালু হয়েছে অনেকদিন হল, কিন্তু যাত্রী সেভাবে যাতায়াত করে না। তাতে মেট্রো কর্তৃপক্ষের রোজগারও হয় না তেমন। কিন্তু শিয়ালদহ থেকে মেট্রো চালু হলে এক ধাক্কায় যাত্রী সংখ্যা অনেক বেড়ে যাবে বলেই আশা করা যায়। আর তাই যাত্রী সংখ্যা দেখে সময়সীমা বিচার করা হবে বলেই জানান মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও, মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষকুমার ঘোষ জানাচ্ছেন, “এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হলে ওই লাইনে মেট্রো চলার সময়সীমা বাড়ানো হতে পারে।”

Journalist Name : Aankhi Banerjee

Related News