অভিনয় জগতে ফের নক্ষত্রপতন!

banner

#Pravati Sangbad Digital Desk:

আবারও টলিপাড়া থেকে শোনা গেল একটি শোকস্তব্ধ খবর। আরও একটি নক্ষত্রপতন হয়েগেল টলিউড ইনডাস্ট্রিতে। সকলকে ছেড়ে দিয়ে আচমকাই না ফেরার দেশে চলে গেলেন টলিউডের বিখ্যাত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। সম্পূর্ণ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে তার ভক্তরা সকলেই প্রভাতকালে এই দুঃসংবাদটি পেয়ে হতবাক হয়ে যান। খবরটি যেন এখনও কেউই মন থেকে বিশ্বাস করে উঠতে পাচ্ছেন না। সূত্রানুযায়ী, গত দু-তিনদিন নাগাদ পেটের গুরুতর সমস্যা ভুগছিলেন তিনি। এমনকি সোমবার অবধিও তাকে একটি রিয়্যালিটি শো তে দেখা গেছে। শ্যুটিং শেটেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরই শুটিং শেটের সবাই তাকে কোনমতে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। বাড়িতেই অক্সিজেন ও সেলাইনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, এত কিছুর পরেও হল না তার শেষ রক্ষা। ২০২২ এর বৃহস্পতিবার (২৪.০৩.২২) ভোরবেলা তিনি তার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইতিমধ্যেই অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরে টলিপাড়া জুড়ে এখন শোকের ছায়া। মৃত্যুকালে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনয়ই ছিল তার কাছে সবকিছু। অভিনয় জগত থেকে তিনি একটুও দূরে থাকতে পছন্দ করতেন না। সমসয়ই তিনি নিজেকে তার কাছে ব্যস্ত রাখতে ভালোবাসতেন। অবশেষে শ্যুটিং করতে করতে তিনি দেহত্যাগ করেন। তার প্রয়াণে সকলেই শোকস্তব্ধ। এই দুঃসংবাদটি এখনও সবার কাছে ভীষণভাবে অবিশ্বাস্য একটি ঘটনা।
গতকাল শ্যুটিং এর মাঝে তিনি বেশ কয়েকবার বমিও করেন। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করতে চাইলে তিনি একেবারই রাজি ছিলেন না এই ব্যাপারে। উপরন্তু, তিনি বাড়িতেই চিকিৎসা করতে চেয়েছিলেন এবং স্ত্রী ও সন্তানের কাছে থাকতে চেয়েছিলেন। অবশেষে তিনি বাড়িতেই বিদায় নেন। একসময় টলিউডের বক্স অফিসে এক টানা হিরোর চরিত্রে অসাধারণ অভিনয় করে গেছেন তিনি এবং তারপরেই টেলিভিশন পর্দায় রোজকার সিরিয়ালেও তিনি দারুণ অভিনয় করছিলেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক 'খরকুটো- তেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। তার এই প্রয়াতে আমরা সকলেই শোকস্তব্ধ। আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করি।

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News