Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

ট্রেলার রিভিউ - শর্মাজি নামকিন

banner

#Pravati Sangbad Digital Desk:

জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর অভিনীত শেষ ছবি শর্মাজি নামকিন-এর লুক প্রকাশ করেছিল এক্সেল এন্টারটেনমেন্ট। ঋষি কাপুরের চরিত্রের লুকের ছবি পোস্ট করার পাশাপাশি পরেশ রাওয়ালেরও ছবি পোস্ট করা হয়েছিল। ছবির ক্যাপশনে লেখা ছিল- 'শর্মাজি নমকিন'। আসলে ওই সিনেমাটি তাঁদের কাছে অত্যন্ত প্রিয়। ঋষি কাপুরের প্রশংসা করার পাশাপাশি পরেশ রাওয়ালকেও ধন্যবাদ জানানো হয়েছিল। "শর্মাজি নমকিন" ছবিটির প্রধান চরিত্র একজন ৬০বছর বয়সী মানুষের। মানুষ তাকে জানে চকলেট হিরো হিসেবে, তিনি সারাজীবন থেকে যাবেন তার অসংখ্য ভক্তগণের হৃদয়ে। তবে কি ছিল ট্রেলারে ? যা মুক্তি পেতেই মাত্র কয়েক ঘণ্টাতেই এই ছবির ট্রেলারের ভিউ ছাড়ায় প্রায় ৫০ লক্ষেরও বেশি। ষাটোর্ধ্ব এক ব্যক্তি। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে তাঁর হাতে কোনও কাজ নেই। কিন্তু তাঁর দীর্ঘ দিনের ইচ্ছা তিনি, চুটিয়ে রান্না করবেন। রান্না করেই সফল হতে চান তিনি। এমন স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে যেতে চান জীবনে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাঁর ছেলে। ঘরে এবং বাইরে চলে শর্মাজির লড়াই। আর তারপরেই ঘুরে যায় গল্পের মোড়।

এই লড়াই যখন পর্দায় ধরার জন্য শ্যুটিং চলছিল, তখইনই লড়াই থেমে যায় ঋষি কাপুরের। প্রয়াত হন বিখ্যাত অভিনেতা। ছবির কাজও থমকে গিয়েছিল। শেষ পর্যন্ত এগিয়ে আসেন পরেশ রাওয়াল। তিনি বাকি কাজ শেষ করেন। ট্রেলারও সেইভাবেই তৈরি করা হয়েছে, যাতে স্পষ্ট বোঝা যায়, এই চরিত্রটি ঋষি এবং পরেশের যুগলবন্দিতে তৈরি |
আগামী ৩১শে মার্চ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'শর্মাজি নামকিন'। ছবিতে ঋষি-পরেশ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জুহি চাওলা, সুহেইল নায়ার, তারুক রায়না, সতীশ কৌশিক, শিবা চড্ডা এবং ঈশা তলোয়ার-কে। এদিকে ঋষি-পুত্র তথা বলি-তারকা রণবীর কাপুরও এই ছবিটির প্রচার করেছেন। বলেছেন, এটি তাঁর বাবার অন্যতম প্রিয় কাজ। সেটা শুধু শেষ কাজ বলে নয়, চরিত্রটি ঋষি কাপুরের খুব পছন্দ হয়েছিল বলেও। কাজটি শেষ করতে পারেননি ঋষি। করেছেন পরেশ। তাই রণবীর কৃতজ্ঞতাও জানিয়েছেন পরেশকে।

Journalist Name : Avijit Das

Related News