আবারও বদল হল উচ্চ-মাধ্যমিকের প্রশ্নের ধরন : ঘোষণা সাংসদের!

banner

#Pravati Sangbad Digital Desk:

উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে বদল আনা হচ্ছে, জানালো শিক্ষা সংসদ, না জানলে পস্তাবেন। অতিমারী আবহে আগের বছর অফলাইনে পরীক্ষা দিতে পারেনি উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। আর এবার উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রেই বদল আনা হচ্ছে, জানাল শিক্ষা পর্ষদ। এবছর অফলাইনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষায় নকল হওয়া আটকাতে প্রশ্নপত্রেরও বদল ঘটানো হবে এদিন জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য, প্রতি বছরই উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীদের ইলেকট্রনিক্স ডিভাইস, উত্তর নকল ইত্যাদি সম্পর্কিত নানা ঘটনা জনসমক্ষে আসে। এবছর হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষায় নকল আটকাতে নেওয়া হল বিশেষ ব্যবস্থা। বদল ঘটানো হল প্রশ্নপত্রে। পরীক্ষার সময় বিভিন্ন বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্রের ওপর থাকবে একাধিক সেট। যাতে পরীক্ষায় নকল আটকানো সম্ভব হয়। এবং কোনও কারণে যদি প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে তবে সাথে সাথে প্রশ্ন পাল্টে দেওয়া হবে। এবং পরীক্ষা শুরু আগে কোনও ভাবেই জানা যাবে না যে কোন প্রশ্নে পরীক্ষা হবে। একেবারে শেষ মুহুর্তেই বলা হবে কোন সেটে পরীক্ষা হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ২০২০ সালের তুলনায় বাড়ানো হয়েছে পরীক্ষাকেন্দ্রও। এ বছর মোট কেন্দ্রের সংখ্যা ৬৭২৭টি। আর পরীক্ষার্থীরা নিজেরা স্বচ্ছলেই পরীক্ষা দেবে। এর পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও পরীক্ষার্থীদের সঙ্গে কোনও ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল থাকলে তাকে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না। যেই দিনগুলিতে পরীক্ষা থাকবে, সেদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে ১০০ কিমি পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হবে। তবে বার বার রুটিন চেঞ্জ, পরীক্ষার নিয়ম পরিবর্তনে চাপ বাড়ছে পরীক্ষার্থীদের। এমনিতেই ক্লাস হয়নি। তার উপর এত চাপে কার্যত দিশেহারা অবস্থা পরীক্ষার্থীদের একাংশের।

Journalist Name : Debopriya Banerjee

Related News