কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ : কী ভাবে আবেদন করবেন ?

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে 'কনজারভেন্সি মজদুর' পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদে আবেদনের জন্য অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র।রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ করবে। এগুলো কলকাতা পুরসভার অন্তর্গত চাকরি । সেখানে অনলাইনে আবেদন করা যাবে। রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন -এর সরকারি ওয়েবসাইটে তা করা হয়। ওয়েবসাইটটি হল www.mscwb.org। ১৭ মার্চ থেকে আবেদন করা যাবে। শিক্ষার যোগ্যতা এই পদে চাকরির জন্য শিক্ষার বিস্তারিত তথ্য, বয়স সরকারি বিজ্ঞাপনে রয়েছে। সেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দ্বাদশ পাশ বা সমতুল যোগ্যতা লাগবে। আবেদনকারী প্রার্থীর বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। তবে স্পোর্টস কোটায় তেমন না হলেও চলবে। সেক্ষেত্রে মাধ্যমিক পাশ করা থাকলেই হবে।

তবে বয়স হতে হবে ২৫ বছর। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এদিকে, তপশীলি জাতি-উপজাতিদের জন্য নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে। সে ব্য়াপারে সরকারি বিজ্ঞাপনে বিস্তারিত তথ্য রয়েছে। কীভাবে আবেদন করবেন :পরীক্ষার সিলেবাসের ব্য়াপারে কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। এ জন্য সরাকির ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে। অসংরক্ষিত, ওবিসি (এ অ্যান্ড বি) প্রার্থীদের জন্য আবেদবের খরচ দেড়শো টাকা। এবং প্রসেসিং ফি হিসেবে দিতে হবে ৫০ টাকা। এসসি, এসটি এবং পিএইচ প্রার্থীদের শুধু প্রসেসিং ফি দিলেই হবে। মানে তাঁদের দিতে হবে ৫০ টাকা। অনলাইনে এই টাকা মেটাতে হবে। কোনও প্রার্থী রাজ্য সরকার, পুরসভা বা স্বশাসিত সংস্থায় কর্মরত থাকলে, চাকরিতে যোগ দিলে হলে তাঁদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৩ এপ্রিল, ২০২২। 

Journalist Name : Debopriya Banerjee

Related News