আকাশ ছোঁয়া বাজারে সবচেয়ে কম দামের এসি!

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতে একজন ধনী, দরিদ্র বা মধ্যম আয়ের ব্যক্তি হোক না কেন, বিদ্যুৎ বিল সবাইকে বিরক্ত করে। শুধু সাধারণ দিনেই নয়, নির্বাচনের দিনেও ক্রমবর্ধমান বিদ্যুতের বিল বা বিদ্যুৎ বিল কমানোর ঘোষণাও প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। এ কারণে বৈদ্যুতিক মিটার চলার গতি বন্ধে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে চায় মানুষ। যেহেতু বিদ্যুৎ এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তাই এর ব্যবহার বন্ধ করা যাবে না। সেজন্য সাধারণ মানুষও এর জন্য সব পথ খুঁজে নেয়। যাইহোক, এখন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার অনেক প্রচেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ খরচ কমাতে কেন্দ্রীয় সরকার যে স্টার লেবেলিং নীতি শুরু করেছে তাও এরই একটি অংশ। এতে বিদ্যুৎ গ্রাহকরাও উপকৃত হবেন।'ইনভার্না' সিরিজের ওয়ালটনের এই এসি শুধু বাংলাদেশই নয়, বরং উপমহাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষায় দেখা গেছে ইকো মুডে ওয়ালটনের আল্ট্রা এনার্জি সেভিং ১ টনের এই এসি ব্যবহারে ঘন্টায় বিদ্যুৎ খরচ হচ্ছে মাত্র ২.১৯ টাকা। গত সোমবার অর্থাৎ, ২১ মার্চ, রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ৫.৫ স্টার রেটিংয়ের আল্ট্রা এনার্জি সেভিং এসি উন্মোচন করেন ওয়ালটন। এছাড়াও, অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান প্রমুখ বিশেষ ব্যক্তিবর্গ।

জানা গেছে, দেশে সাম্প্রতিক সময়ে যে পরিমাণ এসি বিক্রি হয়, তাতে ওয়ালটনের ৫.৫ স্টার রেটিংয়ের এসি ব্যবহৃত হলে বছরে ৭২ কোটির বেশি কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে, অর্থমূল্য বিবেচনায় করা যায় ৩৭৭ কোটি টাকারও বেশি। ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৪-এর আওতায় ওয়ালটন এসি কিনে গ্রাহকরা পেতে পারেন ১০লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। রয়েছে কোটি কোটি টাকার ওয়ালটন পণ্য ফ্রি। নগদ মূল্যের পাশাপাশি ওয়ালটন এসি কিস্তি এবং ইএমআই সুবিধায় কেনার সুযোগ রয়েছে। যে কোনো ব্র্যান্ডের পুরনো এসির বদলে আছে ২৫ শতাংশ ছাড়। ওয়ালটন এসিতে ফ্রি ইন্সটলেশন সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এছাড়াও পাওয়া যাবে ১০বছরের গ্যারান্টি, হবে এক বছরের রিপ্লেসমেন্ট। ওয়ালটন এসি ভারত সহ অন্যান্য জায়গায় ও ভালোভাবে রপ্তানি হচ্ছে। আবার, তাদের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

Journalist Name : Aankhi Banerjee

Tags:

Related News