এবার বাজার কাঁপাতে আসছে টেসলার স্মার্টফোন

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান জীবনে স্মার্টফোন একটি অন্যতম ভূমিকা পালন করে মানব জীবনে। হয়তো কিছু ক্ষেত্রে ভালো হয়তবা কিছু ক্ষেত্রে ক্ষতিকর। যদিও সেটা বড়ো কথা নয়, কিন্তু করোনা অতিমারী চলা কালীন বিশেষ করে আরো জাঁকিয়ে বসেছে স্মার্টফোন। সম্প্রতি বহু কোম্পানি নতুন নতুন ফোন বার করেছে, এবার সেই বাজারে নেমে পড়েছে টেসলা ও। টেসলার কথা শুনলে প্রথমেই আপনার কী মনে হয়? ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি? স্টারলিঙ্ক ইন্টারনেট? না, এবার এলন মাস্কের টেসলা আরও একটি বৃহত্তর মার্কেটে পদার্পণ করতে চলেছে। আর সেটি হল টেসলার স্মার্টফোন। হ্যাঁ, শীঘ্রই বাজারে টেসলার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এর আগে আমরা আরও একাধিক টেক জায়ান্টকে দেখেছি এই স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নাম লেখাতে। সেই তালিকায় এবার নতুন নাম এলন মাস্ক ও তার টেসলা। টেসলা স্মার্টফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন সম্ভাব্য কেমন হবে জেনে নিন?
১) আকর্ষণীয় বিষয় ফোনটি একটি গেমিং স্মার্ট ফোন হতে চলেছে। ২) টেসলার এই ফোনে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। ৩) গিজচায়নার একটি রিপোর্টে যা উঠে এসেছে তা হল, এই ফোনে একটি স্কাই-ব্লু বার থাকতে পারে। উপরে নেভি ব্লু পার্ট। মাঝখানে ব্লু স্ট্রিপে বেশ বড় করে থাকছে টেসলা টি লোগো। ৪) পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হতে পারে কোয়াল্কম স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর। ফোনটির প্রসেসর পেয়ার করা থাকতে পারে ২ টিবি স্টোরেজ ক্যাপাসিটর সাথে। ৫)টেসলা ফোনের রিয়ার প্যানেলে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সরটি হতে পারে ১০৮ মেগা পিক্সেল।
ফোনের দাম নিয়ে যেহেতু সংস্থার তরফে কিছুই জানানো হয়নি তাই ফোনের দাম কত হবে সেবিষয়ে নির্দিষ্ট করে বলা বেশ কঠিন। ফোনের দাম নিয়ে জল্পনা থাকলেও, এই ধরনের ফিচার ফোনের দাম ৮০০ মার্কিন ডলার থেকে ১২০০ মার্কিন ডলারের আশপাশে হতে পারে। অর্থাৎ অঙ্কে যা ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্য়ে।

Journalist Name : Aankhi Banerjee

Related News