Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

জানেন কীভাবে একটি স্টার্টআপ মারফত বছর তিনেক এর মধ্যে ১০০ কোটি বার্ষিক আয়ে পৌছাচ্ছে ?

banner

journalist Name : Sutapa Dey Sarkar

#pravati sangbad Digital desk:

ভালোভাবে বিষয়টি পরিলক্ষিত করলেই দেখা যায় স্টার্ট-আপ গুলি গত কয়েক বছরে বেশ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি নতুন স্টার্টআপের অনেকগুলি কোম্পানি গোটা বিশ্বে প্রভাব ফেলেছে তাদের পণ্য এবং পরিষেবা গুলির মাধ্যমে। ৫০০০০ টির থেকেও বেশি স্টার্ট-আপ ছিল শুধুমাত্র ভারতের মধ্যেই। ২০২১ সালে এই বিষয়ের বিস্তারিত তথ্য থেকে এমন গণনাই পাওয়া যাচ্ছে। ভারতে প্রায়ই ব্যাঙ্কিং সমস্যা দেখা দেয়। ভারতের অনেক দেশেই এখন ব্যাঙ্কিং অনুপ্রবেশ অনেক কম। অনেক ব্যক্তি আছে যারা এখনো অতি সহজেই সমস্ত পরিষেবা অ্যাক্সেস করতে পারেন না। ভারত সরকার বিভিন্ন নতুন পদ্ধতিতে, বিভিন্ন স্কিম ও নীতি পরিবর্তনের মাধ্যমে এই গুরুতর সমস্যাটির সমাধানের চেষ্টা করছে। সরকারের পক্ষে প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামে পৌছানো কখনোই সম্ভব নয়। যারা একেবারেই ব্যঙ্কের কোন শাখার সাথেই যুক্ত নয়। এই স্থানেই তখন স্পে ইন্ডিয়া-এর মতো স্টার্ট-আপ গুলো কাজ করে যায়।

২০১৮ সালে সুনীল ধাওয়ান এবং নিখিলেশ তিওয়ারি সিইও দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল স্পে ইন্ডিয়া এই প্রতিষ্ঠাতারা ভারতে গ্রামীণ এলাকায় জন্মগ্রহণ করেছেন যখন তারা ব্যাঙ্কের অ্যাকসেস সুবিধা পেত না এবং তখন থেকেই তারা স্থির করেছিল এমন বঞ্চিত লোকেদের সুবিধা দেবেন তারা। এরপর থেকেই তারা দীর্ঘদিন যাবত গ্রামীণ ব্যাঙ্কিংয়ের বিভিন্ন ধারণা নিয়ে কাজ করছে।গ্রামীণ জনগোষ্ঠীকে ব্যাংঙ্কিং সুবিধা প্রদান করাই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। তাদের জন্য ব্যাংঙ্কিং কাজ আরও সহজতর হয়েছে। এখন ১০০ কোটি টাকা বার্ষিক আয় করছিল সেই কোম্পানি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি বিজ্ঞান
Related News