Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে বৈঠক করলেন মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ বিকেল চারটে নাগাজ রাজ্যপালের সাথে রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে বৈঠক করলেন মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান রাজ্যপাল জগদীপ ধনখড়। এক প্রকার জরুরি তলবই করেছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। হাঁসখালি থেকে শুরু করে বোলপুর রাজ্যে একের পর এক ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটে চলেছে। মহিলাদের উপরে জঘন্যতম অপরাধ সংগঠিত হয়ে চলেছে রাজ্যে। তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য হাঁসখািলর ঘটনা নিয়ে আজ বিকেল চারটে নাগাজ রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দেবেন মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির। নবান্নের পক্ষ থেকে রাজ্যপালের চিঠি পাঠানোর কথা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী নিজে রাজভবন যাবেন না টেলিফোনে তাঁদের কথা হবে তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। কয়েকদিন আগেই রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে গিয়েছিেলন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা কথা বলেছেন। এই আলোচনাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়টিই প্রাধান্য পেয়েছিল। প্রথম থেকেই বঙ্গের আইন প্রশাসন শাসক দল প্রভাবিত বলে অভিযোগ করে আসছে বিজেপি। রাজ্যপাল নিজেও সেদিকেই বারবার ইঙ্গিত করেছেন। এমনকী পুিলশ ঠিক মত কাজ করছে না বলেও অভিযোগ করেছেন তিনি।উল্লেখ্য, দিন কয়েক আগেও রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এ নিয়ে আলোচনার জন্য সাতদিনের সময়সীমাও বেঁধে দিয়েছিলেন তিনি। পরে, রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠকও সেরেছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক কী লিখেছেন রাজ্যপাল? বুধবার‌ টুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড় লিখেছেন, ‘‌কলকাতা হাইকোর্টে যে বিশৃঙ্খলা হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাই। আর রাজ্যে সাম্প্রতিক সময়ে যেভাবে নারীদের উপর বর্বরোচিত অপরাধের ঘটনা ঘটছে তা নিয়েও আলোচনা করতে চাই। কারণ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।’‌তবে এই আলোচনা মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে করবেন, নাকি ফোনেও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হবে, সেই নিয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে রাজভবন বা নবান্নের তরফেও কিছু জানা যায়নি এখনও। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে, যখন পশ্চিমবঙ্গের একের পর এক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে হাইকোর্ট, তখন মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের লেখা এই চিঠি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

Journalist Name : Aankhi Banerjee

Related News