বন্ধ বাগডোগরা বিমানবন্দর

banner

#pravati sangbad Digital desk:

রানওয়েতে মেরামতির জন্য সোমবার,১১ই এপ্রিল থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর উত্তর-পূর্ব ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সিকিম,বিহার সহ বিভিন্ন প্রতিবেশী দেশ নেপাল, ভূটান এছাড়া বাংলাদেশের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল এই  বিমানবন্দরের মাধ্যমে। এই বিমানবন্দরের গুরুত্ব সর্বদা বেড়েই চলেছে দিনদিন। বিমানবন্দরের সংস্কারের কাজের জন্য মূলত উড়ান পরিষেবা বন্ধ থাকবে। কর্তৃপক্ষ আশা করছে সংস্কারের ফলে বিমানবন্দর নতুন রূপে আত্মপ্রকাশ করবে। বর্তমানে এই বিমানবন্দরে শুধুমাত্র আন্তঃরাজ্য বিমান ওঠা চলা করে, তবে এবার থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে এমনই খবর সূত্রের। বাগডোগরা বিমানবন্দরে টার্মিনাল শুরু হওয়ার কথাও রয়েছে। এই বিমানবন্দরটিকে অন্ত্যন্ত সুন্দর ভাবে সাজানো হচ্ছে, যার ফলে আগামীদিনে উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের যোগাযোগ আরও সুগম হবে। এছাড়াও পর্যটন শিল্পের উন্নতি হবে। 

বাগডোগরা বিমানবন্দরের ম্যানেজার সুভাষচন্দ্র বসাক বলেন, “মেরামতির জন্য ১৫দিন হয়ত লাগবেনা। কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টির কারণে বাড়তি সময় নেওয়া হয়েছে।” আর এই মেরামতির জন্য খুব অসুবিধায় পড়েছেন পর্যটকরা। উত্তরবঙ্গ আসার জন্য তাঁদের কাছে বিকল্প পথ হল ট্রেন আর বাস। বিমান পরিষেবা ‘সামার স্পেশাল’ ট্রেন চালু করা হয়েছে এপ্রিল থেকেই। ট্রেনগুলি কলকাতা এবং হাওড়া থেকে উত্তরবঙ্গ ও আসাম যাবে। আগামী ১৫এপ্রিল থেকে কামাখা-শিয়ালদহ এক্সপ্রেস চালানো হবে ২৪শে জুন পর্যন্ত। ১৪ই এপ্রিল থেকে ৩০শে জুন চলবে এনজিপি-হাওড়া স্পেশাল। ১৮ই এপ্রিল থেকে ৬ই জুন পর্যন্ত চলবে রাঙ্গাপাড়া-পুরী স্পেশাল ট্রেন। কিন্তু বিমান বন্ধ থাকায় কয়েক কোটি টাকা লোকসান জাবে,এমনটাই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

Journalist Name : Aditi Sarker

Related News