বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসবেন না প্রধানমন্ত্রী মোদি, ফিরিয়ে দিলেন আমন্ত্রণপত্র

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আগামী ২০ এপ্রিল থেকে নিউটাউনে শুরু হচ্ছে। এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য দীর্ঘদিন ধরেই চলছে তার প্রস্তুতি। এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তাঁকে কথা দিয়েছেন যে, তিনি আসবেন। সূত্রের খবর, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, গত সপ্তাহের শেষদিকেই প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে রাজ্য প্রশাসনকে জানানো হয়েছিল যে, বিশেষ কারণে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারছেন না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।এরপর এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আমন্ত্রণ পত্রেও দেখা যাচ্ছে না প্রধানমন্ত্রীর নাম। আমন্ত্রণপত্রে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্রের নাম থাকলেও সেখানে নাম নেই প্রধানমন্ত্রীর। যা থেকে স্পষ্ট বাণিজ্য সম্মেলনে আসছেন না তিনি।

প্রধানমন্ত্রী রাজ্য সরকারের আয়োজিত শিল্প সম্মেলনে এলে তা বঙ্গ বিজেপি-র কাছেই বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতো৷ কারণ এই শিল্প সম্মেলেনর প্রকৃত সাফল্য নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপি৷ এবারেও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার দিনই বীরভূমের দেউচা পাচামিতে গিয়ে কয়লা উত্তোলন প্রকল্পের বিরুদ্ধে অবস্থানকারী সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সূত্রের খবর, মোট ১৪টি দেশের প্রতিনিধি এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন। উল্লেখযোগ্য দেশগুলি হল, ব্রিটেন, আমেরিকা, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, বাংলাদেশ, ভুটান, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, অষ্ট্রেলিয়া। বিগত কয়েক বছরের মতো এবারও বড় প্রতিনিধিত্ব থাকতে পারে ব্রিটেনের। সব ঠিক থাকলে ব্রিটেন থেকে জনা ৫০ শিল্পপতির একটি প্রতিনিধি দল যোগ দিতে পারেন দু'দিনের এই শিল্প সম্মেলনে। সম্মেলনে উপস্থিত থাকতে পারেন আরবি মিত্তল, ওয়াইকে মোদি, নিরঞ্জন হিরানন্দানি, হর্ষবর্ধন নেওটিয়া, ওয়াইসি দেবেশ্বর, রুদ্র চ্যাটার্জি, সঞ্জীব গোয়েঙ্কা, পূর্ণেন্দু চ্যাটার্জি, পুনীত ডালমিয়া প্রমুখ।

Journalist Name : SRIJITA MALLICK

Related News