চলচ্চিত্র উৎসবে এবার অরণ্যের দিনরাত্রি দিয়ে সূচনা:

banner

#Pravati Sangbad Digital Desk:

অরণ্যের দিনরাত্রি সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র যা ১৯৭০ সালে মুক্তি পায়। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত অরণ্যের দিনরাত্রি উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিল। এতোদিন অতিমারীর কারণে আটকে ছিল কলকাতা চলচ্চিত্র উৎসব। কিন্তু এবার সব বাধা অতিক্রম করে আবারও ফিরে এসেছে সে। সাত দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজন শেষ হবে ১ মে। উদ্বোধনী দিন বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ১৯৭০ সালে নির্মিত ‘অরণ্যের দিনরাত্রি’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর। ৭১টি দেশের ১ হাজার ৬৯৮টি ছবি থেকে ১৬১টি ছবি নির্বাচিত করা হয়েছে। এবার বাংলাদেশের কোনো ছবি আছে কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে বাংলাদেশের ছবির আবেদন এসেছে এবং তা বাছাই চলছে বলে জানিয়েছে। এ বছরও দেশ–বিদেশের খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র তারকাদের সঙ্গে সন্মান জানানো হবে সদ্য কলকাতার প্রয়াত চলচ্চিত্র তারকা অভিষেক চট্টোপাধ্যায়কেও। আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে রাজবংশী ও টুলু ভাষার ছবিও দেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন আমন্ত্রিত থাকছেন অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকরা। নজরুল মঞ্চেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। রাজ চক্রবর্তী আরও জানিয়েছেন, সীমিত পরিসরে নয়, বরং ১০০ শতাংশ দর্শক নিয়েই এবার উৎসব হবে।

নন্দন ১, ২, ৩, নজরুল তীর্থ ১, ২, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, কনফারেন্স হল, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কলকাতা ইনফর্মেশন সেন্টার এবং শিশির মঞ্চ সহ মোট দশটি জায়গায় প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবের ছবি। ১৬০ টি ছবির মধ‍্যে ৬২ টি বাংলা ছবি থাকছে। পয়লা মে তে রবীন্দ্র সদনে সমাপ্তি হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।করোনার মধ্যেই গতবার ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভার্চ্যুয়াল উদ্বোধন করেন বলিউড তারকা ও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর উৎসবে যোগ দিয়েছিল দেশ-বিদেশের ৮১টি ছবি এবং ৫০টি স্বল্পদৈর্ঘ্য ছবি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছিল রেজওয়ান শাহরিয়ারের ছবি ‘নোনা জলের কাব্য’।

Journalist Name : Aankhi Banerjee

Related News