আজ বিশ্ব বসুন্ধরা দিবস

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্ব ধরিত্রী দিবস আজ। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ  আজ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত। ১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।

থিমের মাধ্যমে, পৃথিবী সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সহজ হয়। ২০২০ সালে, যখন বিশ্ব করোনার মতো একটি নতুন ভাইরাসের সাথে লড়াই করছিল, লক ডাউন, কোয়ারেন্টাইন, কনসেনট্রেটরের মতো ভারী শব্দগুলি প্রথমবারের মতো শোনা যাচ্ছিল, তখনও বিশ্ব পৃথিবী দিবস পালিত হয়েছিল। বিশ্বাস রাখা হয়েছিল যে, এই মহামারীটি একদিন শেষ হবে। ২০২০ সালে এই দিবসের থিম ছিল জলবায়ু কর্ম। ২০২১ সালে, যখন বিশ্বের পরিস্থিতির উন্নতি হতে শুরু করে এবং জীবন স্বাভাবিক ট্র্যাকে ফিরে আসতে শুরু করে, তখন এই দিনের থিম ছিল ‘আমাদের পৃথিবী পুনরুদ্ধার করুন’। চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের থিম হল ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’। পৃথিবীর অবস্থা যেমন, তেমনি মানুষের জীবনযাত্রা এবং একইভাবে আমাদের স্বাস্থ্যও প্রভাবিত হয়।

Journalist Name : SRIJITA MALLICK