Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

আবারও দেউচা-পাঁচামি অশান্তির ফলে বাতিল হল চেক বিতরণ কর্মসূচি

banner

#Pravati Sangbad Digital Desk:

' বহিরাগতদের আসা বন্ধ করতে হবে '-এই দাবিতে দেউচা-পাঁচামি কোল ব্লক এলাকার বিভিন্ন জায়গা অবরোধ করা হয়। দেউচা-পাঁচামি প্রকল্পের প্যাকেজে ৫০ জনকে চাকরির চিঠি ও চেক দেবেন বলেছিলেন মমতা ব্যানার্জী নিজে। জমিদাতাদের চেক ও চাকরির নিয়োগপত্র ও পাঠানো হবে কিন্তু বীরভূমের দেউচা-পাঁচামিতে প্রস্তাবিত কয়লাখনি প্রকল্প নিয়ে ফের অশান্তি। সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ এলাকায় জমিহারা পরিবারের কয়েক জনকে চাকরির নিয়োগপত্র, পাট্টা ও চেক প্রদানের একটি অনুষ্ঠান ছিল। কিন্তু স্থানীয়দের প্রতিবাদে তা ভেস্তে যায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই অনুষ্ঠানে এসেছিলেন বেশ কয়েকজন বহিরাগত। কোল ব্লক এলাকায় ঢোকার আগেই মথুরা পাহাড়ি , দেওয়ানগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় হাতে তির-ধনুক নিয়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা।

প্রশাসনের আধিকারিকেরা দফায় দফায় আলোচনা চালান আন্দোলনকারীদের সঙ্গে। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এমনকি, বীরভূমের জেলাশাসক বিধান রায় এবং জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীও ঢুকতে পারেননি এলাকায়। তাঁরা গ্রামের অদূরে পৌঁছোলেও ভিতরে প্রবেশ করতে পারেননি। পরে ঘোষণা করা হয়, সোমবারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এমনকি, বীরভূমের জেলাশাসক বিধান রায় এবং জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীও ঢুকতে পারেননি এলাকায়। তাঁরা গ্রামের অদূরে পৌঁছালেও ভিতরে প্রবেশ করতে পারেননি। পরে ঘোষণা করা হয়, সোমবারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Journalist Name : Debopriya Banerjee

Related News