তাপপ্রবাহ থেকে বাঁচতে এসে গেছে ছোট্ট এসি

banner

#Pravati Sangbad Digital Desk:

গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত অবস্থা, এই সময়ে বাজারে এসে গেল পোর্টেবল এসি। অতিরিক্ত গরম পড়লেই মানুষ এসি কেনার কথা ভাবেন। কিন্তু দোকানে গিয়ে দাম শুনে আর এগোতে পারেনা। কিন্তু এবার বাজারে এসে গেছে ছোট এসি! যার দাম কম, একাধিক জরুরি ফিচার্স। আপনার বিছানায় এই ডিভাইসটি রাখলে মিনিটের মধ্যে ঘর ও বিছানা দুই ঠাণ্ডা করবে। 
সাধারণত আমরা এসি বলতে বুঝি উইন্ডো এসি এবং স্প্লিট এসিকেই এতদিন দেখে এসেছি। এই এসি গুলির মধ্যে একটি বাড়ির জানালায় ইন্সটল করা হয় অন্যটি বাড়ির ভিতরে যে কোন জায়গায় ইন্সটল করা হয়। কিন্তু, জুগ বদলাচ্ছে, বদলাচ্ছে সব কিছুই। আর এর সাথে ,মানুষের চাহিদার উপর নির্ভর করে আবিষ্কার ,হচ্ছে নিত্যনতুন জিনিসিও। বর্তমানে এমন একটি এয়ার কন্ডিশনের কথা আমরা এই প্রতিবেদনে উপস্থাপিত করব যা সরাসরি আপনাদের বিছানার গদিতে সংযুক্ত করা যাবে। আর এই পোর্টেবল এসির পুরো প্রক্রিয়াতে সময় লাগবে অনেক কম।

এই ছোট্ট এসিটির নাম হল “ইন্ডিভিসুয়াল টেম্পারাচর কন্ট্রোল ওয়ারলেস রিমোট ইন ইন্ট্রিগ্রেসন কুলিং এন্ড হিটিং ম্যাট্রেস।” এই এসিটির দাম ১৫০০০ থেকে ১৬০০০ টাকার মধ্যে। বর্তমানে এটি Alibaba.com-এ পাওয়া যাচ্ছে। এর দাম বাজারে থাকা অন্যান্য এসি গুলির তুলনায় যথেষ্ট কম। উল্লেখ্য, এই অভিনব এসিটি দুটি ইউনিট নিয়ে তৈরি হয়। একবার এই দুটি ইউনিট মিলিত হলেই, এই এয়ার কন্ডিশনারটি সম্পূর্ণ হয়ে যায়।
কার্য পদ্ধতি- 
এই এসিটি আসলে একটি গদির সাথে পাওয়া যায় যেখানে এটি সংযুক্ত করা যায়। মূলত, একটি পাইপের সাহায্যে, এটি বিছানায় ব্যবহৃত এয়ার কন্ডিশনারটি গদির সাথে যুক্ত থাকে। এরপর এসিটি ক্রমশ ঠাণ্ডা হতে থাকে। এরপরে এয়ার কন্ডিশনারটি ক্রমশ ঠাণ্ডা হতে শুরু করে। আর এই  ঠাণ্ডা বাতাস ধীরে ধীরে গদির ভিতরে চলে যায়। এরপর কেউ যখন এর উপর শুয়ে থাকে তখন ঠাণ্ডা অনুভব করে।

Journalist Name : Aditi Sarker

Related News