ঝাড়গ্রামের বিনপুরে গ্রেফতার দম্পতি : মিললো মারাত্মক তথ্য!

banner

#Pravati Sangbad Digital Desk:

ফের আতঙ্ক ঝাড়গ্রামে সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নারায়ণপুর বিরসা মোড়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নারায়ণপুরে পড়ল মাওবাদী পোস্টার যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলার বিনপুরের কাঁকো থেকে রাজু সিং ও পূজা সিং নামে এক দম্পতিকে বিনপুর থানার পুলিশ মাওবাদী সন্দেহে গ্রেফতার করেছে। তাঁদের কাছ থেকে বেশ কিছু মাওবাদী পোস্টার উদ্ধার করেছে পুলিশ। সোমবার তাঁদের ঝাড়গাম জেলা আদালতে তোলা হয়। অভিযুক্ত রাজু সিংয়ের বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগর ও মেয়েটির বাড়ি বিনপুরের কাঁকো এলাকায়। সাঁকরাইল থানার কুলটিকরিতে ভাড়া বাড়িতে থাকতেন দম্পতি। পুলিশ তাঁদের মাওবাদী পোস্টার টাঙানো এবং তাঁদের কাছে কিছু মাওবাদী পোস্টার মেলায় গ্রেফতার করে।
সূত্রের খবর, টাকার বিনিময়ে পোস্টার লাগানো ও লেখার কাজ করত ওই দম্পতি। রাজু সিংয়ের জেল হেফাজত ও পূজা সিংয়ের পাঁচদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিনপুর থানার পুলিশ। পোস্টারে তৃণমূল নেতা ও পুলিশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যারা গরিবের ক্ষতি করছে, তাদের অ্যারেস্ট করতে বলা হয়েছে। ভোরবেলায় পুলিশ খবর পেয়ে সিভিক ভলান্টিয়ারকেদিয়ে পোস্টারগুলি খুলে ফেলে। মাওবাদীরা যে কোনও সময় বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর ইতিমধ্যেই রাজ্যকে সতর্ক করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের সতর্কতা পেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহলের প্রতিটি এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। তারই মধ্যে বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনা ঘটছে। সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নারায়নপুর বিরসা মোড়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান এলাকার বাসিন্দারা। দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি ওই এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যায়। ওই পোস্টারে লেখা রয়েছে, ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে। সেইসঙ্গে পুলিসকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ওই পোস্টারের শেষে লেখা রয়েছে মাওবাদী সিপিআই। এছাড়াও সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের সেবায়তন এলাকায় মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার স্থানীয় বাসিন্দারা দেখতে পান। সেই পোস্টারগুলিতে তৃণমূল নেতাদের হুমকি দিয়ে লেখা রয়েছে। টাকার বিনিময়ে পোস্টার লাগানো ও লেখার কাজ করত ওই দম্পতি। রাজু সিংয়ের জেল হেফাজত ও পূজা সিংয়ের পাঁচদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিনপুর থানার পুলিশ। শনিবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। ওইদিন দুপুরে ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় এক রেশন ডিলারের কর্মচারীকে গুলি করার ঘটনা ঘটে।

রবিবার ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলি এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কের ধারে একটি লাল সুতো দিয়ে বাঁধা অবস্থায় বেশ কিছু সাদা কাগজ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যার ফলে মাওবাদী আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই সোমবার ফের ঝাড়গ্রাম জেলার দুই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে ওই দুই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, শান্তিনিকেতনের গুরুপল্লীতে থাকেন টিপু সুলতান। ২০১৯ সালে মাওবাদী সন্দেহে পশ্চিম মেদিনীপুর থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে জামিনে তাঁকে ছাড়াও হয়। এরপর ২০২১ সালে ঝাড়গ্রাম থানার পুলিশ ফের টিপুকে গ্রেফতার করে। দেশদ্রোহী আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছিল সে সময়। এবার আরও একবার মাওবাদী সন্দেহে টিপু সুলতানকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। প্রসঙ্গত, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ গোটা জঙ্গলমহলেই মাওবাদীদের দৌড়াত্ম্য বাড়ছে। এই প্রেক্ষাপটে বিশ্বভারতীর এই প্রাক্তন ছাত্রকে গ্রেফতারের ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Journalist Name : Debopriya Banerjee

Related News