২রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রচন্ড গরমের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে ২ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গরমের দাবদাহে নাজেহাল অবস্থার স্বীকার পথচলতি সাধারণ মানুষের। কিন্তু যে উপায় নেই। কাজের সূত্রে তাদের যে বেরোতেই হবে। তার মধ্যে স্কুল-কলেজ খুলে যাওয়ার কারণে দুপুরের প্রখর রোদে রীতিমতো নাজেহাল অবস্থার স্বীকার ছাত্রছাত্রীরা।রাজ্য সরকারের পথেই এবার আইসিএসই। ২ মে থেকেই গরমের ছুটি এগিয়ে আনছে আইসিএসই। অফলাইনের বদলে শুরু হচ্ছে অনলাইনে ক্লাস। কালই সব স্কুলে বিজ্ঞপ্তি কাউন্সিলের তরফে পাঠিয়ে দেওয়া হবে। তবে, চলবে আইসিএসই, আইএসসির বোর্ড পরীক্ষা। আইসিএসই কাউন্সিলের তরফে এমনই জানানো হয়েছে। নবান্নে থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ছুটির ঘোষণা করার পরই স্কুল শিক্ষা দফতর জানিয়ে দেয় ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত রাজ্যে স্কুলে গরমের ছুটি থাকবে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ৪০ ডিগ্রির ওপর দিকে এগোচ্ছে। অন্যান্য বছরও এরকম তাপমাত্রা থাকে, কিন্তু এবার একেবারে রাজ্যের ১২টা জেলাতেই তাপপ্রবাহ বইছে। প্রবল গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। গরমের হাত থেকে বাঁচতে একটু বৃষ্টির জন্য বসে আছে সাধারণ মানুষ কিন্তু দক্ষিণবঙ্গে কার্যত নাকাল করা দাবদাহ চলছে। মঙ্গলবার যাদবপুর বিদ্যাপীঠের এক পড়ুয়ার মৃত্যুর খবর এসেছে। পাশাপাশি, জেলায় একাধিক স্কুলে একাধিক পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর এসেছে। সেই কারণেই বিভিন্ন মহল থেকেই গরমের ছুটি এগিয়ে আনার দাবি উঠতে থাকে। এই পরিস্থিতিতে অভিভাবকরা দাবি জানিয়েছেন, স্কুলগুলির সময় এগিয়ে আনার জন্য। সকালে স্কুলের জন্য। বেশ কিছু জেলাতে স্কুল গুলিকে সকালে চালানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্তে খুশি অবিভাবকেরা।

Journalist Name : SRIJITA MALLICK

Related News