হোয়াটস্যাপ-এর নয়া আপডেট, জেনে নিন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তিত হচ্ছে আধুনিক সমাজ ও বিজ্ঞান সমাজ। এছাড়া বিভিন্ন প্রযুক্তি আপডেট ও নজর কেড়েছে।  বার্তা আদান প্রদানের জন্য whatsapp এর চিহিদা বরাবরই  শীর্ষে। বিভিন্ন ফিচার সহ একাধিকবার whatsapp পরিবর্তিত হয়েছে।
সম্প্রতি whatsapp এর নয়া আপডেট সামনে আনা হয়েছে। যাতে একটি whatsapp একাউন্ট  একাধিক ফোন এ ব্যবহার করা যাবে।
WABetalnfo রিপোর্টে জানানো হয়েছে, whatsapp খুব তারাতারি একটি নয়া বৈশিষ্ট সামনে আনতে চলেছে। যা প্রাইমারি whatsapp নম্বরের জন্য অন্য স্মার্টফোনে তা খোলার অনুমতি দেবে।
এন্ড্রয়েড 2.22.10.13 ডিভিসের জন্য whatsapp বিটাতে নতুন বৈশিষ্ট লক্ষ করা গেছে যার দরুন whatsapp স্মার্টফোনে মাল্টি ডিভাইসের ফিচার বাড়িয়ে চলেছে।
এই নয়া আপডেট এ বলা হয়েছে whatsapp বাবহারকারি ডিভাইসটিকে 'কম্পিনিয়ন ' হিসাবে রেজিস্টার করার একটি বিকল্প পাওয়া যাবে যাতে একটি মাত্র একাউন্ট অন্যান্য ফোনেও খোলা যাবে।
এক্ষেত্রে একটি QR code স্ক্যান করতে হবে। তবে এই ফিচার কবে সামনে আসবে সে বিষয়ে কোনো তথ্য এখুনও সামনে আসে নি। তবে আসা করা যাচ্ছে মাস কয়েকের মধ্যে এই নয়া ফিচার নিয়ে হাজির হবে whatsapp।

Journalist Name : Sayani Chatterjee

Related News