বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল সংগঠনের সদস্য!!

banner

#Pravati Sangbad Digital Desk:

তৃণমূলের অধ্যাপক সংগঠনের সক্রিয় সদস্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ২০১৩ সালে সুকান্ত ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের (ওয়েবকুপা) সদস্যপদ গ্রহণ করেছিলেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানির অধ্যাপক ছিলেন বর্তমান রাজ্য সভাপতি। বালুরঘাটের এমপি'র এই তৃণমূলী সংগঠনের খবর চাউর হতেই গেরুয়া পার্টিতে কার্যত ঝড় উঠেছে।
সোমবারই রানি রাসমণি রোডে কর্মী-সমর্থকদের তৃণমূল বিরোধী গরম গরম কথা শুনিয়েছেন সুকান্ত। কিন্তু তিনি নিজেই একসময় তৃণমূলের ছত্রছায়ার থেকে কাজ করেছেন। স্বভাবতই রাজ্য বিজেপি সভাপতির রাজনৈতিক অবস্থান নিয়েই দলের মধ্যে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে। রাজ্য কমিটির একাধিক নেতার কথায়, উনি দিলীপবাবু সহ প্রবীণ তথা আদি নেতাদের প্রকাশ্যে অপমান করেছেন। এখন তো দেখা যাচ্ছে সুকান্তবাবু তৃণমূলের তামাক খেয়ে বসে রয়েছেন। সভাপতি পদ থেকে এখনই তাঁর ইস্তফা দেওয়া উচিত বলে মনে করেন ওই বিজেপি নেতারা।
ওয়েবকুপার তরফে দাবি করা হয়েছে, ১৮ নভেম্বর ২০১৩ সালে সুকান্ত মজুমদার সংগঠনের সক্রিয় সদস্য হওয়ার আবেদন জানান। সংগঠনের এক সদস্যের কথায়, তারপর থেকেই সক্রিয়ভাবে তৃণমূলের আদর্শ মেনে অধ্যাপক সংগঠনের কাজ সামলাতেন। মা-মাটি-মানুষ সরকারের নেওয়া একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত জনমানসে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করতেন। গেরুয়া শিবিরের একাংশের দাবি, সংগঠনের ব্যানারে বিভিন্ন সেমিনার আয়োজন, লেখালেখির করে তৃণমূল তথা শাসক শিবিরের ভাবমুর্তি আরও উজ্জ্বল করার জুড়ি ছিল না সুকান্তের। 

তবে সুকান্ত মজুমদার যে তাদের সংগঠনের সদস্যপদ ত্যাগ করেছেন, এমন কোনও তথ্য তাদের কাছে নেই বলেই দাবি ওয়েবকুপা নেতৃত্বের। সাধারণত কোনও অধ্যাপক সংগঠনের সদস্যপদ ছাড়লে তা লিখিতভাবে জানানোটাই দস্তুর। সুকান্ত মজুমদারের ক্ষেত্রে সেরকম কোনও বার্তা মেলেনি বলেই ওয়েবকুপা সূত্রে দাবি। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসুও স্বীকার করেছেন, সুকান্ত মজুমদার তাদের সংগঠনেরই সদস্য ছিলেন। সংগঠনের একাধিক বৈঠকেও সুকান্তবাবু যোগ দিয়েছেন বলে দাবি করেছেন ওয়েবকুপা-র রাজ্য সভাপতি। তবে, সদস্যপদ বিতর্কে কোনও মন্তব্য করতে চাইলেন না সুকান্ত মজুমদার।

Journalist Name : SRIJITA MALLICK

Related News