Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

স্যান্ডো গেঞ্জি পড়ে সাইকেল চালাচ্ছে প্রসেনজিৎ!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। অবাক হওয়াটাই স্বাভাবিক। ১লা মে রবিবার প্রসেনজিৎ চ্যাটার্জী এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আর তার ক্যাপশনে লিখেছেন, “বাবা-ছেলের মুহূর্ত।” নেপথ্যে গান চলছে জিৎ গঙ্গোপাধ্যায়ের – ‘সাথীরে’….. সেই ভিডিওতে দেখা যায় তিনি আর তার ছেলে মিশু দুজনে সাইকেল চালাচ্ছে। বালিগঞ্জ ফারির রাস্তার উপরে প্রসেনজিতের স্বপ্নের বাসভবন ‘উৎসব’। সেই বাড়িতেই বাগানে ও বাড়ির লাগোয়া রাস্তায় সাইকেল চালালেন প্রসেনজিৎ। এই প্রথমবার বুম্বাদাকে সাদা ভেস্ট বা স্যান্ডো গেঞ্জি পরে সাইকেল চালাতে দেখা গেল আর অন্যদিকে মিশুকের পরনেও ছিল একই রকম পোশাক। তা দেখে অনেক অনুগামীরাই প্রায় অবাক হয়ে গেছেন আবার অনেকে বলেছেন কে ছেলে আর কে বাবা বোঝা যাচ্ছে না। পিতা-পুত্র কিন্তু সত্যিই একটা বয়সের পর বন্ধু হয়ে ওঠেন।
নিজের পিতার সান্নিধ্য সেভাবে পাননি প্রসেনজিৎ। কিন্তু তৃষাণজিৎকে তিনি কোনো অভাব বোধ করতে দেন না। ৫৯ বয়সে এসেও নিজেকে যথেষ্ট ফিট রাখতে সক্ষম হয়েছেন টলিপাড়ার বুম্বাদা। অনেকে রসিকতা করে প্রশ্ন করেছেন প্রসেনজিৎকে। একজন লিখেছেন, “দাদা সাইকেলটার দাম কত?” কেউ লিখেছেন, “অসাধারণ…”। কেউ লিখেছেন, “বুম্বাদাই মহানায়ক…”। কেউ আবার রোম্যান্স ভরা মনে বাহবা দিয়ে বলেছেন, “সেই তুমি রোম্যান্টিকই রয়ে গেলে…”। মোদ্দা কথা বুম্বাদাকে দেখে সকলেই ফিদা।

সম্প্রতি প্রসেনজিৎ একটি ফিল্মের শুটিং শেষ করেছেন যার নাম ‘আয় খুকু আয়’। এই ফিল্মেও তিনি এক পিতার চরিত্রে আর কন্যার চরিত্রে দিতিপ্রিয়া রায় অভিনয় করেছেন। প্রসেনজিৎ অভিনীত সেই পিতা সমাজের বিভিন্ন যন্ত্রণা ও কটাক্ষ নিজে সহ্য করলেও তাঁর কন্যাসন্তানকে বড় করে তুলতে কার্পণ্য করেন না। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News