ল্যান্ডমার্ক রো বনাম ওয়েডের রায়কে বাতিলের পক্ষে রায় দিয়েছে মার্কিন উচ্চ আদালত

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত আমেরিকান নাগরিকদের গর্ভপাতের অধিকার বাতিল হিসাবে ঘোষণা করেছে, আর তার পরেই মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি নিন্দার ঝড় তুলেছেন সে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে। তার মতে, “আদালতের এই সিদ্ধান্ত আমেরিকান নাগরিকদের বিপক্ষে, যা তাদের ব্যাক্তিগত অধিকারে হস্তক্ষেপ করবে, যা বিগত ৫০ দশকে ঘটেনি”। ন্যান্সি পেলোসি আরও জানিয়েছেন, “আদালতের ঘোষণা কার্যকারী হলে, সমস্ত আমেরিকান নারিদের পাশাপাশি মার্কিন সমাজকে খারাপ দিকে নিয়ে যাবে”, তিনি আরও বলেছেন, “মার্কিন উচ্চ আদালতের এই রায় মার্কিন যুক্ত রাষ্ট্রের সংবিধান এবং বিচার ব্যাবস্থাকে ভীষণ ভাবে অমর্যাদা করবে”।
অন্যদিকে আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার রাত থেকেই ওয়াশিংটন ডিসির সুপ্রিম কোর্ট চত্বরে আমেরিকান নাগরিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে।

অন্যদিকে ল্যান্ডমার্ক রো বনাম ওয়েডের রায়কে বাতিল করার পক্ষে রায় দিয়েছে, যা মার্কিন নাগরিকদের স্বতন্ত্রতার অধিকারকে নিশ্চয়তা দেয়। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি স্যামুয়েল এ আলিটো জুনিয়ারের মতে, “এই রায় অবিলম্বে বাতিল করা উচিত, আদালতের এই নির্দেশ বাতিল না হলে, আমেরিকান নাগরিকদের ওপর অন্যায় অবিচার করা হবে, একই সাথে তিনি আরও জানিয়েছেন, ল্যান্ডমার্ক রো বনাম ওয়েডের রায় বাতিল করার পক্ষে বিপুল সমর্থন লাভ করেছে। বিচারপতি আলিটো জুনিয়ার আরও জানিয়েছেন, “যদি আদালতের এই রায় কার্যকারী হয় তাহলে তা খুব ভুল হবে, আদালতের এই রায় রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে, তাই এই রায় অবিলম্বে বাতিল করা উচিত”, তবে এখনও পর্যন্ত আদালতের রায় চূড়ান্ত ভাবে প্রকাশিত হয়নি।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News