শক্তি বাড়িয়ে আরো তীব্র ভাবে ধেঁয়ে আসছে অশনি : ৭৫-৯৫ কিমি/ঘন্টায় ক্রমশ এগিয়ে আসছে উপকূলের দিকে!

banner

#Pravati Sangbad Digital Desk:

ধেয়ে আসছে ‘অশনি’। এই পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকাকে বাঁচাতে তৎপর প্রশাসন। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের তরফে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয়। দিঘা এবং মন্দারমণিতে যাতে অতীতের ভয়াবহতা কোনওভাবেই ফিরে না আসে এবং বিপর্যয় পরবর্তী মোকাবিলা যাতে সম্ভব হয় সেজন্য উদ্যোগী প্রশাসন। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। ইতিমধ্যে অশনি নিজের শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং বর্তমানে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। একটি নয়, জোড়া বিপদ অপেক্ষমান কারণ মে মাসে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে বারবার সামনে আসছে আম্ফানের স্মৃতি। কোনওভাবেই যাতে সেই ভয়াল অতীত ফেরত না আসে সেজন্য তৎপর পূর্ব মেদিনীপুর প্রশাসন। দিঘা এবং মন্দারমণিতে যাতে কোনও পর্যটক বা এলাকার বাসিন্দারা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তৎপরতা শুরু হয়েছে এখন থেকেই। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ওই ঘূর্ণিঝড় ‘অশনি’ বিগত ছয় ঘণ্টায় উত্তর পশ্চিম দিকে অর্থাৎ পূর্ব উপকূলের দিকে প্রায় ১৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এগিয়ে এসেছে। রবিবার বিকেল ভারতীয় সময় অনুযায়ী সাড়ে পাঁচটার সময় এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এই ঘূর্ণিঝড়টি কার নিকোবর (নিকোবর দ্বীপপুঞ্জ) থেকে প্রায় ৬১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, পোর্ট ব্লেয়ার (আন্দামান দ্বীপপুঞ্জ) থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। বর্তমানে বিশাখাপত্তনমের উপকূল থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পুরীর সমুদ্র উপকূল থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় অশনি' ১০ মে অর্থাৎ মঙ্গলবার রাত পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উত্তরে ও ওড়িশার উপকূলের কাছাকাছি পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তারপর এটি উত্তর ও উত্তরপূর্ব দিকে এগোতে পারে এবং ওড়িশা উপকূল ধরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমানে বিশাখাপত্তনমের উপকূল থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পুরীর সমুদ্র উপকূল থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় অশনি। যদিও ঘূর্ণিঝড় অশনি পূর্ব উপকূলের কোন জায়গায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়, তবে কলকাতায় এটির আঘাত হানার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যে কোনওরকম জরুরিকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত থাকছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। পুরনিগমের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, “ঘূর্ণিঝড়টির প্রভাব শহরে এসে পড়লে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে  জনজীবন যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়।” উল্লেখ্য ২০২০ সালের মে মাসে “সুপার সাইক্লোন” আমফানের বিধ্বংসী রূপ থেকে শিক্ষা নিয়েছে কলকাতা পুরনিগম। সেই মতোই প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরনিগম। ঝড়-বৃষ্টির দাপটে গাছ ভেঙে পড়লে বা অন্য কিছু ভেঙে পড়লে, তার থেকে যাতে রাস্তা বন্ধ না হয়ে যায়, তা নিশ্চিত করতে ক্রেন, বৈদ্যুতিক করাত এবং আর্থ মুভারগুলিকে তৈরি রাখা হয়েছে ৷ অশনির সময় একটি কন্ট্রোল রুমও চালু থাকবে।

Journalist Name : Debopriya Banerjee

Related News